<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিমের রাজ্য যেন পূর্বাচল। মাইলের পর মাইল মাঠজুড়ে যেদিকে দুচোখ যায়, সেদিকেই শিমের মাচার দেখা মেলে। প্রতিবছরের মতো এবারও শিমের বাম্পার ফলন হওয়ার আশায় রয়েছেন এখানকার চাষিরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এবার ছুরি শিমের আবাদ সবচেয়ে বেশি হয়েছে। এরপর রয়েছে চিটাগাংগা শিম। তবে এখানকার ছুরি শিমের চাহিদা দেশজুড়ে। পূর্বাচলের দুই হাজার ৭০০ বিঘা জমিতে এবার শিমের চাষ করা হয়েছে। যার বিক্রি দাঁড়াবে প্রায় ২৩ কোটি টাকা। শিম চাষে রূপগঞ্জের ৩০ গ্রামের প্রান্তিক চাষিরা স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রূপগঞ্জ উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন জানান, চলতি মৌসুমে গোটা রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৪৪০ হেক্টর (৩৩০০ বিঘা) জমিতে শিম চাষ হয়েছে। এর মধ্যে বেশির ভাগই পূর্বাচল উপশহরের দাউদপুর ইউনিয়ন ও রূপগঞ্জ সদর ইউনিয়নের আংশিক এলাকায়। পূর্বাচলে এবার ৩৬০ হেক্টর (২৭০০ বিঘা) জমিতে শিম চাষ হয়েছে। গত বছর পূর্বাচলে এক হাজার ৮৩২ বিঘা জমিতে শিম চাষ হয়েছে। এবার অগ্রগতি আরো বেশি। ভালো ফলন হলে এবার বিঘায় ৪০ মণ শিম উত্পাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে ৪০ টাকা দরে এক মণ শিমের বিক্রি হবে ৬৪ হাজার টাকায়। আর দুই হাজার ৭০০ বিঘা জমির শিমের বাজার মূল্য দাঁড়াতে পারে ২৩ কোটি টাকা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরেজমিনে দেখা গেছে, পূর্বাচলের ফেরচাইত, হাড়ারবাড়ি, গুচ্ছগ্রাম, কুলুপ, বাঘবের, গোয়ালপাড়া, সুলপিনা, গোবিন্দপুর, হিরনাল, বাঘলা, আগলা, কালনী, শিমুলিয়া, জিন্দা, মাধবপুর, রোহিলা, গুতিয়াবোসহ বিভিন্ন গ্রামের জমির আইল, ঢিলার পাশে, বিলের পর বিল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খোঁজ নিয়ে জানা যায়, পূর্বাচলে পুঁটি, ছুরি, ল্যাইটা, চিটাগাইংগা মডইরাসহ পাঁচ প্রজাতির শিমের আবাদ হয়ে থাকে। তবে চিটাগাইংগা ও ছুরি শিমের চাহিদা অন্যান্য শিমের তুলনায় অনেকটা বেশি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাধবপুর এলাকার শিম চাষি রজব মিয়া বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এহানকার উশি (শিম) অনেক স্বাদ। পাইকাররা এহানকার উশি কিনা নিয়া যায়। এইবার ফলন ভালাই অইবো আশা করতাছি। তবে কুয়াশায় কিছুটা ক্ষতি হইতে পারে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রূপগঞ্জের পূর্বাচলের মাটি শিম উত্পাদনের জন্য খুবই ভালো। এখানকার ছুরি শিমের কদর দেশজোড়া। বিদেশেও এখানকার শিম যায়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>