শিমের রাজ্য যেন পূর্বাচল। মাইলের পর মাইল মাঠজুড়ে যেদিকে দুচোখ যায়, সেদিকেই শিমের মাচার দেখা মেলে। প্রতিবছরের মতো এবারও শিমের বাম্পার ফলন হওয়ার আশায় রয়েছেন এখানকার চাষিরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এবার ছুরি শিমের আবাদ সবচেয়ে বেশি হয়েছে।
শিমের রাজ্য যেন পূর্বাচল। মাইলের পর মাইল মাঠজুড়ে যেদিকে দুচোখ যায়, সেদিকেই শিমের মাচার দেখা মেলে। প্রতিবছরের মতো এবারও শিমের বাম্পার ফলন হওয়ার আশায় রয়েছেন এখানকার চাষিরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এবার ছুরি শিমের আবাদ সবচেয়ে বেশি হয়েছে।
রূপগঞ্জ উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন জানান, চলতি মৌসুমে গোটা রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৪৪০ হেক্টর (৩৩০০ বিঘা) জমিতে শিম চাষ হয়েছে। এর মধ্যে বেশির ভাগই পূর্বাচল উপশহরের দাউদপুর ইউনিয়ন ও রূপগঞ্জ সদর ইউনিয়নের আংশিক এলাকায়। পূর্বাচলে এবার ৩৬০ হেক্টর (২৭০০ বিঘা) জমিতে শিম চাষ হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, পূর্বাচলের ফেরচাইত, হাড়ারবাড়ি, গুচ্ছগ্রাম, কুলুপ, বাঘবের, গোয়ালপাড়া, সুলপিনা, গোবিন্দপুর, হিরনাল, বাঘলা, আগলা, কালনী, শিমুলিয়া, জিন্দা, মাধবপুর, রোহিলা, গুতিয়াবোসহ বিভিন্ন গ্রামের জমির আইল, ঢিলার পাশে, বিলের পর বিল।
খোঁজ নিয়ে জানা যায়, পূর্বাচলে পুঁটি, ছুরি, ল্যাইটা, চিটাগাইংগা মডইরাসহ পাঁচ প্রজাতির শিমের আবাদ হয়ে থাকে। তবে চিটাগাইংগা ও ছুরি শিমের চাহিদা অন্যান্য শিমের তুলনায় অনেকটা বেশি।
মাধবপুর এলাকার শিম চাষি রজব মিয়া বলেন, ‘এহানকার উশি (শিম) অনেক স্বাদ। পাইকাররা এহানকার উশি কিনা নিয়া যায়। এইবার ফলন ভালাই অইবো আশা করতাছি। তবে কুয়াশায় কিছুটা ক্ষতি হইতে পারে।’
উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা বলেন, ‘রূপগঞ্জের পূর্বাচলের মাটি শিম উত্পাদনের জন্য খুবই ভালো। এখানকার ছুরি শিমের কদর দেশজোড়া। বিদেশেও এখানকার শিম যায়।’
সম্পর্কিত খবর
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি লিপি খান ভরসাকে মামলা থেকে বাঁচাতে মহানগর পুলিশের সাবেক উপকমিশনার (অপরাধ) শিবলী কায়সারের পক্ষে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য অমিত বণিক নামের এক ব্যবসায়ীকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক মো. সোয়েবুর রহমান এ আদেশ দেন। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে আসামিকে আদালতে তোলা হয়। পুলিশ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা ও মহানগর কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. মাহফুজার রহমান জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
অর্থ আত্মসাতের মামলায় হাজিরা দিতে এলে সাবেক বার সেক্রেটারি মো. আবু তাহেরের ওপর হামলা করা হয়। গতকাল সোমবার দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে তাঁর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ নিয়েছেন আদালতের বিচারক মো. মাহাবুবুর রহমান। মো. আবু তাহের কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় একটি ডাকাতিসহ হত্যা মামলায় পাঁচজনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোক্তাগীর আলম এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ভাণ্ডারিয়ার শিয়ালকাঠী গ্রামের সুলতান হাওলাদারের ছেলে আ. সালাম হাওলাদার (৫০), মহব্বত আলী মাঝির ছেলে আলমগীর মাঝি (৫৮), আ. আজিজ ছেনু হাওলাদারের ছেলে আ. মালেক হাওলাদার (৬৬), আ. মজিদ মোল্লার ছেলে মো. ফিরোজ মোল্লা (৫৭) ও আলফাজ হাওলাদারের ছেলে আইয়ুব আলী হাওলাদার (৫৮)।
।ভেকু মেশিনের হাইড্রোলিকের চাপায় পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত রবিবার সন্ধ্যায় ক্ষেতলাল উপজেলার তুলশীগংগা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প কামার পুকুরে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শ্রমিক মোশাররফ হোসেন (২৪) উপজেলার দাশড়া (উত্তরপাড়া) গ্রামের মোতালেব হোসেনের ছেলে। সরকারি আশ্রয়ণ প্রকল্প কামার পুকুর খননকৃত মাটি বহনকারী মেসির হেল্পারের দায়িত্বে ছিলেন তিনি।