<p>নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নির্মীয়মাণ ভবনের তিনতলায় লোহার এঙ্গেল ওঠাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছায়াপদ (৪৫) ও নীলদাসের (৬০) মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় কদমতলী বড় পুকুরপাড় এলাকায় ফয়সাল আহমেদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছায়াপদ নীলফামারী জেলার ডিমলা থানার দক্ষিণ তিতপাড়া গ্রামের ডেজাল বর্মণের ছেলে, আর নীলদাস একই থানার পাথরখুড়া গ্রামের হরিদাসের ছেলে। তাঁরা সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার মনিরের বাড়ির ভাড়াটিয়া। তাঁরা সম্পর্কে দুজন জামাই-শ্বশুর বলে জানা গেছে। বাড়ির মালিক ফয়সাল আহমেদ জানান, ভবনের তিন তলার ছাদে লোহার অ্যাঙ্গেল ওঠানোর সময় অসাবধানতায় ভবনের ওপরের বিদ্যুতের তারে লেগে যায়। এতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে তাঁরা তিন তলা থেকে ছিটকে নিচে পড়ে যান।</p> <p> </p> <p> </p>