<p>ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক মো. শাহিন আক্তার জোয়ারদারের ওপর হামলার ঘটনায় প্রধান আসামির গ্রেপ্তারের দাবিতে প্রতীকী কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন চিকিৎসকরা। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় হাসপাতাল চত্বরে ফরিদপুর মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির আয়োজনে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে হামলায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। এ সময় বক্তব্য দেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা, উপাধ্যক্ষ ডা. স্বপন কুমার বিশ্বাস, কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার মোর্শেদ (ক্যান্সার বিশেষজ্ঞ) প্রমুখ। গত মঙ্গলবার ফরিদপুর মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. শাহীন জোয়ারদার হাসপাতালটির ট্রমা সেন্টার থেকে নিচে নামছিলেন। এ সময় জেড এম প্রাইভেট নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মোত্তাকিন নিচে থেকে ওপরে উঠছিলেন। তখন অসাবধানতাবশত শাহীন জোয়ারদারের সঙ্গে ধাক্কা লাগে মোত্তাকিনের। এতে উত্তপ্ত হয়ে মোত্তাকিন হামলা করেন। কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, এ ঘটনায় আজ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।</p>