<p>বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, আগামী বর্ষা আসার আগেই জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। চট্টগ্রামের জলাবদ্ধতা মানবসৃষ্ট। এই সমস্যা অপরিকল্পিত নগরায়ণের জন্য দায়ী। এর স্থায়ী সমাধানের জন্য দ্রুত সময়োপযোগী ও কার্যকর নতুন মাস্টারপ্ল্যান তৈরি সময়ের দাবি। গতকাল বুধবার দেওয়ানবাজারের মহানগরী জামায়াতের কার্যালয়ের কনফারেন্স রুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী এবং ‘আমরা চাটগাঁবাসী’র যৌথ মতবিনিময়সভায় ১৯ দফা তৃণমূল উন্নয়ন প্রস্তাবনা উপস্থাপনকালে সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন।</p> <p>সভায় চাটগাঁবাসীর নেতারা জানান, গত তিন দশকে চট্টগ্রামের মতো মেগাসিটির জন্য কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হয়নি। এ কারণে অপরিকল্পিত নগরায়ণের ফলে জলাবদ্ধতাসহ নানা সমস্যা দিন দিন তীব্রতর হচ্ছে। সভায় ‘আমরা চাটগাঁবাসী’র সেক্রেটারি জেনারেল এ বি এম ইমরানের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, আমরা চাটগাঁবাসীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল।</p> <p> </p> <p> </p>