<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নেত্রকোনার দুর্গাপুরে পুলিশ সদস্য (এসআই) মো. শফিকুল ইসলামকে হত্যায় গ্রেপ্তার দুজন আদালতে জবানবন্দি দিয়েছেন। গতকাল সোমবার সকালে কালের কণ্ঠের প্রতিবেদককে এ তথ্য জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নেত্রকোনা কার্যালয়ের পরিদর্শক ইমদাদুল বাশার। গত রবিবার (১২ জানুয়ারি) বিকেল ৫টা থেকে রাত ৮টা নাগাদ তিন ঘণ্টাব্যাপী বিচারকের কাছে হত্যা ঘটনার বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ওই দুজন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্রেপ্তার দুজন হলেন দুর্গাপুর উপজেলার শমশের আলী খাঁর ছেলে সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব ও ধানশিরা এলাকার মো. বাকী বিল্লাহ।</span></span></span></span></span></p>