<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাড়ি আটক ও মামলা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি মোড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশা (ম্যাক্সিমা) চালকেরা। গতকাল রবিবার দুপুর ১২টা থেকে প্রায় ১ টা পর্যন্ত সড়কের মাঝখানে অটোরিকশা দিয়ে অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এই সময় লালদিঘী থেকে কোতোয়ালি এলাকা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের সঙ্গে বৈঠকের পর আবার যান চালাচল স্বাভাবিক হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি ট্রাফিক দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান কালের কণ্ঠকে বলেন, রুট পারমিট না থাকার কারণে কয়েকটি গাড়ি আটক করা হয়েছিল, মামলাও দেওয়া  হয় নাই। গাড়ি আটকের পরপরই তারা সবাই মিলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে মালিক পক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করেছি। এরপর যে গাড়িগুলো আটক করা হয়েছিল তাদের কোনোপ্রকার জরিমানা ও মামলা করা ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছে।</span></span></span></span></span></p>