<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জীববিজ্ঞান অনুষদভুক্ত </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এতে ৩১০ আসনের বিপরীতে সর্বমোট আবেদন পড়েছে ৮৬ হাজার ৭৮৮টি। সেই হিসাবে প্রতিটি আসনের জন্য ২৮০ জন ভর্তীচ্ছু শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন। গতকাল রবিবার সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। পাঁচ শিফটের পরীক্ষার পর বিকেল ৪টা ১৫ মিনিটে শেষ হয় প্রথম দিনের পরীক্ষা। এতে অংশ নেন শুধু মেয়ে ভর্তীচ্ছু শিক্ষার্থীরা। আজ সোমবার একই ইউনিটের ছেলে ভর্তীচ্ছু শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা প্রথম চার শিফটে অনুষ্ঠিত হবে। একই তারিখে পঞ্চম শিফটে আইবিএ-জেইউর (ছেলে-মেয়ে উভয়) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।</span></span></span></span></span></p>