ডা. ফরহাদ হালিম ডোনার

বাংলাদেশ থেকে স্বাস্থ্য খাতে ১০ বিলিয়ন ডলার আয় ভারতের

রংপুর অফিস
রংপুর অফিস
শেয়ার
বাংলাদেশ থেকে স্বাস্থ্য খাতে ১০ বিলিয়ন ডলার আয় ভারতের

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, স্বাস্থ্য খাতের জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে ১০ বিলিয়ন ডলার আয় করে ভারত। পার্শ্ববর্তী দেশকে প্রতিবছর ১০ বিলিয়ন ডলার আয় করার লক্ষ্যে একটি মাস্টারপ্ল্যান করে বিগত ফ্যাসিস্ট সরকার।

গতকাল বুধবার দুপুরে রংপুর মেডিক্যাল কলেজের শহীদ রফিকুল ইসলাম মিলনায়তনে রংপুর বিভাগীয় সাংগঠনিক সমাবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় ড্যাবের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

ফরহাদ হালিম ডোনার বলেন, বিগত আওয়ামী সরকার দুর্নীতি করেও যদি স্বাস্থ্য খাতের উন্নতি করত তাহলেও ভালো হতো। বিএনপি সরকার ২০০৬ সালে স্বাস্থ্য খাতে যা করে গেছে তার থেকে উন্নতি তো হয়নি, বরং গত ১৬ বছরে সব কিছুর মতো স্বাস্থ্য খাতকেও ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার।

মন্তব্য

সম্পর্কিত খবর

বগুড়ায় পাঁচ লাখ শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
শেয়ার
বগুড়ায় পাঁচ লাখ শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’

বগুড়ায় কাল (১৫ মার্চ) শুরু হচ্ছে ভিটামিন এ ক্যাম্পেইন কার্যক্রম। এবার পাঁচ লাখ ছয় হাজার ৩৬৮ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়া বাদ পড়া ও ভ্রাম্যমাণ পথশিশুদেরও এর আওতায় আনা হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে বগুড়ার সিভিল সার্জন ডা. এ কে এম মোফাখ্খারুল ইসলাম কালের কণ্ঠকে এসব কথা বলেন। সিভিল সার্জন জানান, এই ভিটামিনের কোনো রকম ক্ষতিকর দিক নেই। ইমিউন সিস্টেমের জন্য ভিটামিন এ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন এ ক্যাপসুল শিশুর রাতকানা ও অন্ধত্ব রোগ প্রতিরোধ করে, শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

মন্তব্য

পায়ে পিষে লাচ্ছা তৈরি লাখ টাকা জরিমানা

সিংড়া (নাটোর) প্রতিনিধি
সিংড়া (নাটোর) প্রতিনিধি
শেয়ার
পায়ে পিষে লাচ্ছা তৈরি লাখ টাকা জরিমানা

নাটোরের সিংড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে, পা দিয়ে পিষে ও মান সনদ ব্যতীত লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রির অপরাধে নামবিহীন উৎপাদনকারীকে এক লাখ টাকা জরিমানা ও চার টন মালপত্র জব্দ করেছেন বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের চকসিংড়া মহল্লায় অভিযান পরিচালনা করে কারখানার মালিক জাহেদুল ইসলামকে বিএসটিআই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। তা ছাড়া এ সময় ছয় লাখ টাকা মূল্যের চার টন লাচ্ছা সেমাই জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী সরদার।

এ সময় বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. দেলোয়ার হোসেনসহ সিংড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

৫০০ পরিবারে ঈদ উপহার বিতরণ সেনাবাহিনীর

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি প্রতিনিধি
শেয়ার
৫০০ পরিবারে ঈদ উপহার বিতরণ সেনাবাহিনীর

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, সমপ্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা সদরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে গরিব অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে ঈদ শুভেচ্ছা উপহারসামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। এ সময় রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে রয়েছে।

এই ঈদ উপহারসামগ্রী বিতরণের মূল উদ্দেশ্য হচ্ছে নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘব করা। সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া। ঈদ উপহার পেয়ে সুবিধাভোগীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সেনাবাহিনীর এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

মন্তব্য

হাসপাতাল থেকে ৭ দালাল আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
হাসপাতাল থেকে ৭ দালাল আটক

লক্ষ্মীপুর সদর হাসপাতালে অভিযান চালিয়ে সাত দালালকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি ও বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে তাঁদের নিয়ে আর্থিক লাভবান হওয়ার অভিযোগ রয়েছে। আটককৃতরা হলেন মো. ফেরদৌস, মো. দুলাল, মাহবুবুল আলম লিটন, রোজিনা আক্তার, নাজমা আক্তার, কবির হোসেন ও মো. সোহেল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর হাসপাতালে চিকিৎসা নিতে এলে দালালের খপ্পরে পড়তে হয়। তাঁরা কৌশলী কথাবার্তা বলে রোগীদের প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। এতে রোগী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও, তাঁরা আর্থিকভাবে লাভবান হন। লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ