ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, স্বাস্থ্য খাতের জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে ১০ বিলিয়ন ডলার আয় করে ভারত। পার্শ্ববর্তী দেশকে প্রতিবছর ১০ বিলিয়ন ডলার আয় করার লক্ষ্যে একটি মাস্টারপ্ল্যান করে বিগত ফ্যাসিস্ট সরকার।
গতকাল বুধবার দুপুরে রংপুর মেডিক্যাল কলেজের শহীদ রফিকুল ইসলাম মিলনায়তনে রংপুর বিভাগীয় সাংগঠনিক সমাবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় ড্যাবের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন।