ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫
২ চৈত্র ১৪৩১, ১৫ রমজান ১৪৪৬

ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫
২ চৈত্র ১৪৩১, ১৫ রমজান ১৪৪৬
সংক্ষিপ্ত

হাতির আক্রমণে প্রাণ গেল নারীর

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
শেয়ার
হাতির আক্রমণে প্রাণ গেল নারীর

কক্সবাজারের চকরিয়ায় ভোররাতে বাড়ির কাছে তামাক শোধনের জন্য চুল্লিতে আগুন দিচ্ছিলেন এক নারী। এমন সময় একটি বন্যহাতি এসে ওই নারীকে শুঁড়ে তুলে আছড়ে ও পায়ের তলায় পিষ্ট করে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান ওই নারী। গতকাল শনিবার ভোররাতে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর সুরাজপুর এলাকায় ঘটনাটি ঘটে।

মারা যাওয়া নারীর নাম জান্নাত আরা বেগম (৪০)। তিনি উত্তর সুরাজপুর এলাকার ফজল করিমের স্ত্রী। সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিমুল হক আজিম বন্যহাতির আক্রমণে এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গভীর রাতে বাড়ির কাছে তামাক চুল্লিতে লাকড়ি দিয়ে আগুন ধরাতে যান ওই নারী।
এ সময় একটি বন্যহাতি এসে তাঁকে শুঁড় দিয়ে ধরে আছাড় দেয় ও পা দিয়ে পিষ্ট করে। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন ওই নারীর মরদেহ উদ্ধার করে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

প্রতিমা ভাঙচুর, ছেলেকে পুলিশে দিলেন বাবা

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
প্রতিমা ভাঙচুর, ছেলেকে পুলিশে দিলেন বাবা

লক্ষ্মীপুরের রায়পুরায় মুখে রুমাল বেঁধে শ্রী শ্রী মহামায়া মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করায় জাকির হোসেনকে (৩০) পুলিশে সোপর্দ করেছেন তাঁর বাবা। মন্দিরের বাহিরের একটি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে জাকিরকে শনাক্ত করা হয়। গতকাল শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। জানা যায়, গত বৃহস্পতিবার রাতে পৌর শহরের গেঞ্জিহাটা এলাকার শ্রী শ্রী মহামায়া মন্দিরে ঢুকে জাকির একটি প্রতিমা ভাঙচুর করে।

পরদিন শুক্রবার রাতে উপজেলার চরমোহনা ইউনিয়নের মালের বাড়ির বাগান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা রায়পুর থানায় মামলা করেছেন। জাকিরের বাবা মনির আহমেদ বলেন, আমার ছেলে ২০১৮ সাল থেকে মানসিক সমস্যায় ভুগছে। তাকে কিছুদিন চিকিৎসা করিয়েছি।
মন্দিরের মূর্তি ভাঙায় তাকে পুলিশের কাছে সোপর্দ করেছি।

মন্তব্য

পাবিপ্রবির শিক্ষক সাময়িক বহিষ্কার

পাবিপ্রবি প্রতিনিধি
পাবিপ্রবি প্রতিনিধি
শেয়ার
পাবিপ্রবির শিক্ষক সাময়িক বহিষ্কার

বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. আওয়াল কবির জয়কে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সভাপতি ছিলেন। ২০০৯ সালে রাবি ছাত্রশিবিরের সেক্রেটারি শরিফুজ্জামান নোমানী হত্যা মামলার আসামি ছিলেন। গতকাল শনিবার পাবিপ্রবি রেজিস্ট্রার অফিস সূত্রে বিষয়টি জানা যায়।

গত বুধবার রেজিস্ট্রার অফিস থেকে একটি অফিস আদেশে জানানো হয়, ড. আওয়াল কবির কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত গত বছরের ৭ নভেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত, বিভাগীয় আদেশ অমান্য করায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো। গত বছরের ৫ আগস্ট থেকে আওয়াল কবির বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন বলে জানা যায়। তিনি তৎকালীন প্রশাসনের কাছে অনুমতি নিয়ে তিন মাসের জন্য অনলাইনে ক্লাস নেন। নতুন প্রশাসন আসার পরে অনলাইনে ক্লাস নেওয়ার অনুমতি চাইলে সেটা দেওয়া হয়নি।
৭ নভেম্বর থেকে তিনি বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। তাঁকে কর্মস্থলে আসার জন্য প্রশাসন থেকে বলা হলেও তিনি অনুপস্থিত ছিলেন।

মন্তব্য

ভারতীয় পণ্যসহ তিন নারী আটক

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শেয়ার
ভারতীয় পণ্যসহ তিন নারী আটক

শ্যামনগরে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় মালপত্রসহ তিন নারী অনুপ্রবেশকারীকে আটক করেছেন যৌথ বাহিনীর সদস্যরা। গত শুক্রবার রাত ৮টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম উল হকের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা শ্যামনগর থানাধীন শৈলখালী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের কাছে থাকা সাতটি ব্যাগ তল্লাশি করে অবৈধ ভারতীয় কাপড় ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। আটক তিন নারী হলেন শাহনাজ বেগম (৩৯), রোজিনা খান (২৬) ও মোছা. জুলি (২৮)।

জিজ্ঞাসাবাদে শাহনাজ বেগম ভারতের গুজরাট এবং রোজিনা ও জুলি বেঙ্গালুরুতে বসবাস করতেন বলে জানান। তাঁরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

 

মন্তব্য

শীতলক্ষ্যায় গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
নরসিংদী প্রতিনিধি
শেয়ার
শীতলক্ষ্যায় গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু

ঢাকা থেকে নরসিংদীর পলাশে ঘুরতে আসেন চার বন্ধু। শুক্রবার বিকেলে তাঁরা শীতলক্ষ্যায় গোসল করতে নামেন। তীব্র স্রোতের মধ্যে এক পর্যায়ে একজন তলিয়ে যাচ্ছেন দেখে আরেকজন হাত বাড়িয়ে দেন। এ সময় দুজনই তলিয়ে যান।

অন্য দুজন দ্রুত তীরে উঠে স্থানীয় লোকজনকে ঘটনাটি জানান। তাদের মাধ্যমে খবর পেয়ে বিকেল ৫টার দিকে পলাশ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেন। নদীতে নেমে তাঁরা নিহাদ ইসলামের লাশ উদ্ধার করেন। রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজ আসাদুজ্জামানকে উদ্ধার করা যায়নি।
পরে গতকাল শনিবার সকাল ১১টার দিকে তাঁর লাশ উদ্ধার করে ডুবুরিদল। পলাশ থানার ওসি মো. মনির হোসেন জানান, চার বন্ধুই ঢাকা থেকে ঘুরতে এসেছিলেন। সাঁতার না জানায় এমন অপমৃত্যুর ঘটনা ঘটেছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ