ঢাকা, মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬
পৃথক স্থানে নিহত আরো দুইজন

ছবি তুলে ফেরা হলো না দুই বন্ধুর

প্রিয় দেশ ডেস্ক
প্রিয় দেশ ডেস্ক
শেয়ার
ছবি তুলে ফেরা হলো না দুই বন্ধুর

বগুড়ার শেরপুরে ভোটার তালিকার জন্য ছবি তুলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। এ ছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীর পাংশায় অটোভ্যানের ধাক্কায় শিশু ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো সংবাদ

শেরপুর (বগুড়া) : নতুন ভোটার হওয়ার জন্য ছবি তুলে বাড়িতে ফেরার পথে বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু ঘটনাস্থলেই নিহত এবং অপর বন্ধু গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের আব্দুল হাইয়ের ছেলে শুভ ইসলাম (২০) এবং একই এলাকার সোলাইমানের ছেলে হৃদয় হাসান (২০)।

গতকাল সোমবার সকাল ১১টায় ঢাকা-বগুড়া মহাসড়কের রাজাপুর বিরইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় রেদওয়ান জানান, সকালে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে বিরইল থেকে মির্জাপুরের ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে নতুন ভোটার হিসেবে ছবি তুলতে যান।

ছবি তুলে ১১টার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় অজ্ঞাতনামা একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আজিজুল হক জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা উপজেলায় অটোভ্যানের ধাক্কায় আয়শা (৪) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে পাংশা থানাধীন পাট্টা ইউনিয়নের পাট্টা গ্রামের আশিক বিশ্বাসের বাড়ির সামনে পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে গত রবিবার রাত ১০টার দিকে খলসি বটতলা এলাকায় অজ্ঞাতপরিচয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হাফেজ মো. জুনাইদ (৩৫) নামের এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

চকরিয়ায় দুই নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
শেয়ার
চকরিয়ায় দুই নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারায় রুদ্রপল্লীতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ভোরে উপজেলার কাকারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রুদ্রপল্লীর প্রয়াত হরিদাস রুদ্র মহাজনের একান্নবর্তী বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ১৫ সদস্যের ডাকাতদল দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে দুই নারী ও তিন পুরুষ সদস্য গুরুতর আহত হন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় ডাকাতরা দেড় ভরি স্বর্ণালংকার, ছয় ভরি রুপা, এক লাখ ৩১ হাজার টাকা, বেশ কয়েকটি দামি মোবাইল ফোনসেটসহ অন্তত ১০ লক্ষাধিক টাকার মালপত্র লুট করে নিয়ে যায়।

মন্তব্য

বেঞ্চে বসা নিয়ে তর্ক সহপাঠীকে ছুরিকাঘাত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
শেয়ার
বেঞ্চে বসা নিয়ে তর্ক সহপাঠীকে ছুরিকাঘাত

বিদ্যালয়ের বেঞ্চে বসা নিয়ে তর্কের মাঝে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে তাদেরই সহপাঠী আরেক শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল সোমবার সকালে ঢাকার দোহার উপজেলার লটাখোলা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে এক শিক্ষক বিদ্যালয়ের পাশেই একটি বাড়িতে ওই প্রতিষ্ঠানেরই নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াচ্ছিলেন।

এ সময় শিক্ষার্থী মো. রাব্বি আহমেদ ও মো. ইউসুফের সঙ্গে একই শ্রেণির মো. মশিউরের বেঞ্চে বসা নিয়ে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে মশিউর প্রাইভেট শেষ করে সেখান থেকে চলে যায়। তার ঘণ্টাখানেক পর লটাখোলা উচ্চ বিদ্যালয়ে তার ক্লাসে ঢুকে ফের রাব্বি ও ইউসুফের বসে থাকা বেঞ্চে বসতে চায় মশিউর। তখন তাদের দুজনকে মশিউর তার কাছে থাকা ছুরি দিয়ে শ্রেণিকক্ষের ভেতরেই এলোপাতাড়ি কোপায়।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

দুই জেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) ও দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) ও দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
শেয়ার
দুই জেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রি আব্দুল্লাহ আল মামুন ও পঞ্চগড়ে রুবেল ইসলাম নামে এক মেকানিকের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গার দামুড়হুদায় গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালিয়াবকরি বিশ্বাসপাড়ায় এই ঘটনা ঘটে। আব্দুল্লাহ আল মামুন কালিয়াবকরি বিশ্বাসপাড়া গ্রামের মৃত রহমান বিশ্বাসের ছেলে। স্থানীয়রা জানায়, মামুন কারখানায় ইলেকট্রিক মেশিন দিয়ে কাঠ পলিশের কাজ করছিল।

এদিকে, পঞ্চগড়ের দেবীগঞ্জে টিপার ট্রাক মেরামতের সময় হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে পড়ে ট্রাকটি। এ সময় বিদ্যুৎস্পর্শে  রুবেল ইসলাম (২১) নামের এক মেকানিক নিহত হয়েছেন।

মন্তব্য

বন্দুকযুদ্ধে রাজন হত্যা মামলা তদন্তে পিবিআই

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
শেয়ার
বন্দুকযুদ্ধে রাজন হত্যা মামলা তদন্তে পিবিআই

ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২০১৮ সালের ২৪ মে ময়মনসিংহে নিহত হয়েছিলেন ময়মনসিংহের পুরোহিত পাড়ার যুবক রাজন। সাত বছর পর রাজন খুনের ঘটনায় তাঁর বাবার করা মামলার তদন্ত করার জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালত।

গত রবিবার বিকেলে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক শরিফুল হক এই আদেশ দেন। মামলার আসামি হিসেবে রয়েছেন জেলা গোয়েন্দা শাখার সাবেক ওসি আশিকুর রহমানসহ ১৭ পুলিশ সদস্য।

জানা যায়, গত বছরের ৩১ অক্টোবর নিহত রাজনের বাবা হারুন অর রশিদ জেলা গোয়েন্দা শাখার সাবেক ওসি আশিকুর রহমানসহ ১৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করেন। মামলার বিবরণে অভিযোগ করা হয়, জেলা গোয়েন্দা শাখার সাবেক ওসি আশিকুর রহমানের নেতৃত্বে রাজনকে ঘুম থেকে উঠিয়ে আটক করে। পরে তার লাশ পাওয়া যায়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ