পটুয়াখালী জেলা কারাগারের ব্যারাক থেকে সাজেদুর রহমান মিলন (৪২) নামের এক কারারক্ষীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত সাজেদুর রহমানের বাড়ি শেরপুর জেলা শ্রীবরদী উপজেলায়। তাঁর বাবা সাইফুল ইসলামও একজন কারারক্ষী ছিলেন।
৩১ ডিসেম্বর ময়মনসিংহ জেলা কারাগার থেকে বদলি হয়ে চলতি বছরের ১২ জানুয়ারি পটুয়াখালী জেলা কারাগারে যোগদান করেন।
জানা গেছে, গত বুধবার দুপুর ১২টায় সাজেদুর রহমানের ডিউটি শুরু হয় এবং সন্ধ্যা ৬টায় শেষ হয়। তবে ডিউটি শেষে তিনি বাসায় না ফেরায় তাঁর স্ত্রী ফাহিমা বেগম কারাগারে গিয়ে তাঁকে খুঁজতে শুরু করেন। পরে কারারক্ষীরা নিচতলার একটি ব্যারাকের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাঁকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তাৎক্ষণিকভাবে তাঁকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে মেডিক্যাল অফিসার শুভ ওঁজা তাঁকে মৃত ঘোষণা করেন।
জেল সুপার মাহবুবুল আলম বলেন, ‘এ বিষয়ে আমরা তদন্ত করছি।’