<p>নাটোরের বাগাতিপাড়ায় দয়ারামপুর ইউনিয়নের শেখপাড়া এলাকায় বিরল প্রজাতির একটি নীলগাই আটক করেছে স্থানীয়রা। গতকাল শনিবার দুপুরে নীলগাইটি আটক করে স্থানীয় সালাম মেম্বারের বাড়িতে বেঁধে রাখে তারা। স্থানীয়রা জানায়, ঘটনার দিন সকাল ১১টার দিকে ওই ইউনিয়নের চাঁদপুর এলাকার একটি জঙ্গল থেকে গাইটিকে বের হতে দেখে স্থানীয় কয়েকজন। হঠাৎ করে এ রকম গাই দেখে তারা ভীত হয়ে যায়। পরে স্থানীয় আরো কয়েকজন এটিকে নীলগাই বলে শনাক্ত করতে সক্ষম হয়। স্থানীয়রা আটকের চেষ্টা করলে সেটি দৌড় দেয়। পরে প্রায় পাঁচ কিলোমিটার দৌড়ে তিন ঘণ্টার চেষ্টায় গাইটি আটক করতে সক্ষম হয় স্থানীয়রা। পরে সেটি বাগাতিপাড়া মডেল থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ গাইটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আমরা রাজশাহী বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি।’</p> <p> </p>