ঢাকা, শনিবার ২২ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২১ রমজান ১৪৪৬

ঢাকা, শনিবার ২২ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২১ রমজান ১৪৪৬

বাগাতিপাড়ায় বিরল নীলগাই উদ্ধার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
শেয়ার
বাগাতিপাড়ায় বিরল নীলগাই উদ্ধার
ছবি : কালের কণ্ঠ

নাটোরের বাগাতিপাড়া উপজেলার শেখপাড়া এলাকা থেকে বিরল প্রজাতির একটি নীলগাই উদ্ধার করেছে স্থানীয়রা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শেখপাড়ার একটি পেয়ারাবাগান থেকে নীলগাইটি উদ্বার করা হয়।

উদ্ধার করে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুস সালামের বাড়ির সামনে সেটি রাখা হয়। এ খবর ছড়িয়ে পড়লে নীলগাইটি দেখতে ভিড় জমায় আশপাশের এলাকার বাসিন্দারা।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ গাইটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

তিনি বলেন, ‘আমরা রাজশাহী বনবিভাগের সাথে যোগাযোগ করেছি। তারা আসলে আমরা তাদের হাতে তুলে দেব।

মন্তব্য

সম্পর্কিত খবর

সমন্বয়কদের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে : নাহিদ ইসলাম

বরিশাল অফিস
বরিশাল অফিস
শেয়ার
সমন্বয়কদের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে : নাহিদ ইসলাম
ছবি : কালের কণ্ঠ

সারা দেশে ছাত্র-সমন্বয়কদের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘নতুন রাজনৈতিক দলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আসছে। অন্যদিকে মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। তাই সবাইকে সচেতন থাকতে হবে।

তবে দলের কেউ অন্যায়ের সঙ্গে আপস করলে তাকে ছাড় দেওয়া হবে না। দখল কিংবা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে বরদাশত করা হবে না।’

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় বরিশাল ক্লাব মিলনায়তনে বরিশালের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আগে সংস্কার শেষ করে তারপর নির্বাচন হবে।

এটা নির্ধারিত সময়ের মধ্যে করা সম্ভব। জাতীয় নাগরিক পার্টি দৃশ্যমান বিচার ও মৌলিক সংস্কার শেষ করে নির্বাচন চায়। তবে তা অবশ্যই হতে হবে গণপরিষদ নির্বাচন।’

তিনি বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি ক্ষমতার চেয়ে জনতাকে বেশি গুরুত্ব দেয়।

তাই ক্ষমতা ছেড়ে জনতার জন্য রাজনীতির মাঠে নেমেছি। দেশের সংস্কারের মাধ্যমে পরিবর্তন আনার জন্য সাধারণ মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছে। যারা পরিবর্তন চায়নি তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আর যারা পুরনোকে আঁকড়ে ধরে থাকতে চাইবে তারাও আস্তাকুঁড়ে হারিয়ে যাবে।’

নাহিদ আরো বলেন, ‘আন্দোলনের সময় বরিশালের মানুষ গুলির সামনে বুক পেতে দিয়েছে।

বরিশালের মানুষ অনেক সাহসী। বরিশালে জাতীয় নাগরিক পার্টির শক্তিশালী ঘাঁটি স্থাপিত হবে।’

এ সময় যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

যৌথ বাহিনীর অভিযানে ১০ জাহাজকে জরিমানা

মোংলা প্রতিনিধি
মোংলা প্রতিনিধি
শেয়ার
যৌথ বাহিনীর অভিযানে ১০ জাহাজকে জরিমানা
ছবি : কালের কণ্ঠ

মাদার ভ্যাসেল থেকে পণ্য খালাসের পর পণ্যবোঝাই জাহাজ সাগরে অলস ভাসছে কি না, তা খতিয়ে দেখতে অভিযান শুরু করেছে কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ বাহিনী। কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা সদর দপ্তর) বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল থেকে নদী ও সাগরে এই অভিযান পরিচালনা করে। 

দেশের অভ্যন্তরীণ বিভিন্ন নৌ এবং বহির্নোঙরে মাদার ভ্যাসেল থেকে পণ্য খালাসের পর সেসব পণ্য ৭২ ঘণ্টার মধ্যে তা নির্দিষ্ট স্থানে যাচ্ছে কি না, তার ওপর কঠোর নজরদারি শুরু করেছে কোস্ট গার্ড। লাইটার জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে ভোজ্য তেলসহ অন্যান্য নিত্যপণ্য গুদামজাত করার বিষয়ে মোংলা অঞ্চলে কোনো তথ্য পাওয়া না গেলেও দেশের বিভিন্ন প্রান্তে এমন ঘটনা ঘটছে।

 

নৌপরিবন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিদ্য গুহ জানান, বৃহস্পতিবার (২০ মার্চ) ৭১টি জাহাজ পরিদর্শন করা হয়েছে। তার মধ্যে ভোজ্য তেলের কোনো জাহাজ পাওয়া যায়নি। তবে খাদ্যশস্যের যে জাহাজগুলো রয়েছে সেগুলো নির্ধারিত সময়ে খালাস হচ্ছে। তবে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ (৬৯)-এ যেসব লাইটার জাহাজ আইন ভঙ্গ করছে, এমন ১০টি লাইটার জাহাজকে সুনির্দিষ্ট ধারায় ৩ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক জানান, আমদানীকারা পণ্য দেশের বাইরে যাতে পাচার করতে না পারে সে জন্য কোস্ট গার্ড সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এবং কঠোর নজরদারি করছেন। এ ছাড়া গভীর সমুদ্রে ছিনতাই, চাঁদাবাজি, মাদক পাচার বন্ধসহ দেশের বিভিন্ন অভ্যন্তরীণ নৌ রুটে যাত্রীদের নিরাপদে চলাচলে কোস্ট গার্ড কাজ করছে বলে জানান তিনি।

মন্তব্য

ভিজিএফের চাল নিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন শহিমা

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রতিনিধি
শেয়ার
ভিজিএফের চাল নিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন শহিমা
প্রতীকী ছবি

ঘরে অসুস্থ স্বামী। দেখার মতো কেউ নেই। পৌরসভা থেকে ভিজিএফের চাল দেওয়া হবে। তাই সেই চাল নিতে ছুটে যান শহিমা বেগম (৫০)।

রোজা থাকা অবস্থায় প্রচণ্ড রোদের মধ্যে দীর্ঘ সময় লাইনের চাপ সামলাতে নাজেহাল হয়ে পড়েন দরিদ্র এই নারী। ১০ কেজি চাল মিললেও প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরে তার নাতির সহযোগিতায় এক প্রতিবেশীর বাড়িতে ফিরেন। সেখানে তার মাথায় পানি দেওয়া হয়।

তারপরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। চাল নিয়ে বাড়ি ফিরে আর রান্না করে খাওয়ার সুযোগ হয়নি শহিমার। শেষ দিন পর্যন্ত চরম দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে ত্যাগ করলেন ইহধাম। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় পৌরসভায় এ ঘটনা।
 

পৌরসভা থেকে ঈদ উপলক্ষে দেওয়া ভিজিএফের চাল সংগ্রহ করতে গিয়ে অসুস্থ হয়ে মারা যান বলে দাবি ওই নারীর পরিবারের। তাদের ধারণা, প্রচণ্ড রোদ আর ভিড়ে হিটস্টকে মারা যেতে পারেন তিনি। শহিমা বেগমের বাড়ি পঞ্চগড় পৌরসভার মোলানি এলাকার শফিয়ার রহমানের স্ত্রী। চার মেয়ের মধ্যে ১ জন মারা গেছেন। বাকি ৩ জনকে বিয়ে দিয়েছেন।

তার স্বামী শফিয়ার রহমানও অসুস্থ, তেমন কাজকর্ম করতে পারেন না। নিজেই মানুষের কাজ করে কোনোমতে সংসার চালাতেন। বাদ এশা তার জানাজা শেষে মোনালি কবরস্থানে দাফন করা হবে।

শহিমা বেগমের জামাতা শাহিন ইসলাম বলেন, ‘আমার শাশুড়ি রোজা রেখে ভিজিএফের ১০ কেজি চাল তুলতে যান। সেদিন পৌরসভায় প্রচণ্ড ভিড় ছিল। সেই সঙ্গে ঠেলাঠেলি আর প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে কোনোমতে চাল তুলতে পারলেও মাথা ঘুরে পড়ে যান এবং বমি করেন। পরে তাকে আমার ছেলে এক প্রতিবেশীর বাসায় নিয়ে গিয়ে মাথায় পানি ঢালে। কিন্তু অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাকে হাসপাতালে নেয়ার পথেই মারা যান। আসলে পৌরসভা বিশৃঙ্খলভাবে চাল বিতরণের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।’

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রহিমুল ইসলাম বলেন, ওই নারীকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। তবে তার মৃত্যুর কারণ জানাতে পারেননি তিনি।

পঞ্চগড় পৌর নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান বলেন, ‘আজ চাল বিতরণের সময় অনেক ভিড় ছিল। তবে এমন ঘটনা আমার জানা নেই।’

মন্তব্য

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের জনসংযোগ কর্মকর্তা পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের জনসংযোগ কর্মকর্তা পুলিশ হেফাজতে
সংগৃহীত ছবি

বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অবরুদ্ধের পর পুলিশি হেফাজতে রয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নগরের আগ্রাবাদ শেখ মুজিব সড়কের বাংলাদেশ বেতার ভবনে তাকে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ শরীফ মাহমুদকে হেফাজতে নিয়ে আসে। শিক্ষার্থীদের অভিযোগ, গত বছরের ৪ আগস্ট শরীফ মাহমুদের সই করা চিঠিতে কারফিউ জারি হয়েছিল।

তাই তাকে আটক করতে হবে।

আরো পড়ুন
‌অপপ্রচার চালিয়ে বিএনপিকে জনবিচ্ছিন্ন করা যাবে না : এমরান সালেহ প্রিন্স

‌অপপ্রচার চালিয়ে বিএনপিকে জনবিচ্ছিন্ন করা যাবে না : এমরান সালেহ প্রিন্স

 

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, শরীফ মাহমুদকে পুলিশি হেফাজতে আনা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

শরীফ মাহমুদের বিরুদ্ধে মামলা রয়েছে কি না জানতে চাইলে ওসি বলেন, ‘যতটুকু জেনেছি, ওই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুদকে একটি মামলা রয়েছে।

আমরা দুদকের সঙ্গেও যোগাযোগ করেছি। তাদের তদন্ত চলমান রাখা অবস্থায় আটক দেখাবে কি না, তারা জানাবে। আপাতত তাকে আমরা হেফাজতে নিয়ে এসেছি।’

আরো পড়ুন
বুমরাহর বোলিংয়ে চমকের কিছু দেখেন না ডাকেট

বুমরাহর বোলিংয়ে চমকের কিছু দেখেন না ডাকেট

 

শরীফ মাহমুদ প্রায় ১০ বছর তেজগাঁও-হাতিরঝিল থেকে নির্বাচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জনসংযোগ কর্মকর্তা ছিলেন।

বর্তমানের তিনি চট্টগ্রামে কর্মরত আছেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ