বগুড়ায় ট্রেনযাত্রী নারীদের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন ছাত্রদলের চার নেতাকর্মী। গত শনিবার রাত ৯টার দিকে রেলস্টেশনের অদূরে ঘটনাটি ঘটে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে সর্বমোট ১২ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন আহত ছাত্রদল নেতা যোবায়েরের বাবা গোলাম ফারুক। গতকাল রবিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন।
বগুড়া
উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা
নিজস্ব প্রতিবেদক, বগুড়া

আহতরা হলেন শহর শাখার ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য যোবায়ের (২১), ছাত্রদলকর্মী একই এলাকার মিজানুর রহমানের ছেলে পিয়াল (২০), আব্দুস সালামের ছেলে নাঈম (১৭) ও মৃত শাহিনুরের ছেলে তানভীর হোসেন শরৎ (১৯)। আহতরা সবাই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, ঘটনার দিন রাতে জেলার সোনাতলা উপজেলা স্টেশন থেকে পিয়াল আর রিফাত পদ্মরাগ ট্রেনে আসছিলেন। সেই বগিতে সেউজগাড়ী এলাকার ইমন, মঈন, মুন্নাসহ চারজন যুবক নারী যাত্রীদের উত্ত্যক্ত করতে থাকে।
সম্পর্কিত খবর

পাঁচ চবি শিক্ষার্থীর মুক্তি দাবিতে বিক্ষোভ
খাগড়াছড়ি ও রাঙামাটি প্রতিনিধি

খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তি এবং রাঙামাটির কাউখালীতে ছাত্রী ধর্ষকের বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি আদিবাসী ছাত্রসমাজের ব্যানারে গতকাল রবিবার সকালে জেলা শহরের চেঙ্গী স্কয়ার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের শাপলা চত্বর, আদালত সড়ক হয়ে কোর্টবিল্ডিং চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে তুষন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুজন চাকমা ঝিমিত, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের উক্যনু মারমা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সদর সভাপতি আকাশ ত্রিপুরা। বক্তারা অভিযোগ করেন, ইউপিডিএফ পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উসকানি দিচ্ছে।

ইজতেমায় চারজন নিহত
মামলার শেষ আসামি জামিনে মুক্ত
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সহিংসতায় চারজন নিহতের মামলায় সাদপন্থী আলেম মুফতি জিয়া বিন কাসেম জামিনে কারামুক্ত হয়েছেন। গতকাল রবিবার তাঁর মুক্তির মাধ্যমে এই মামলায় গ্রেপ্তার সব আসামি জামিনে মুক্তি পেলেন। গতকাল দুপুর আনুমানিক ২টায় কাশিমপুর কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান। জানা যায়, এর আগে গত বৃহস্পতিবার হাইকোর্টে তাঁর জামিন মঞ্জুর করা হয়।

সংক্ষিপ্ত
আইসিইউতে রোগীদের উন্নতমানের খাবার
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিউ) চিকিৎসাধীন রোগীদের জন্য সরবরাহ করা হচ্ছে উন্নতমানের খাবার। হাসপাতালের অর্থায়নে এই খাবার পরিবেশন করা হচ্ছে। আইসিইউ রোগীদের জন্য বিশেষ খাবার প্রয়োজন হয়। যেটি সরবরাহ করতে অনেককেই হিমশিম খেতে হয়।
হাসপাতালের পরিচালক এ এফ এম শামীম আহমেদ বলেন, ‘এই খাবার তৈরি থেকে শুরু করে পরিবেশন করার সব উপকরণ আলাদা। এমনকি আলাদা ঘরেই উন্নত এই খাবার প্রস্তুত করা হয়। এরপর আইসিইউতে নিযুক্ত নার্সরা সে খাবার পরিবেশন করেন।’

বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ১৪৪ ধারা জারি
শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুটি পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় গতকাল রবিবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত নড়িয়া পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধসংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলনের বিরোধিতায় ‘নড়িয়ার সর্বস্তরের জনতা’ ব্যানারে আন্দোলন চালিয়ে যাচ্ছে একটি পক্ষ। তারা সম্প্রতি বালু উত্তোলন বন্ধের দাবিতে বিক্ষোভ, অবস্থান ও মানববন্ধন করেছে।
এ বিষয়ে নড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘দুই পক্ষই কর্মসূচির ঘোষণা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা ১৪৪ ধারা জারি করেছি।’