ধুমধামে হয়ে গেল এতিম মেয়ে মোছাম্মাদ ফারিয়ার বিয়ে। গতকাল মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ সরকারি শিশু পরিবার (বালিকা) কমপ্লেক্সে বিয়ের এই কার্যক্রম শেষ হয়। এতে জেলা প্রশাসক, জজ কোর্টের কর্মকর্তা, চিকিৎসক, সমাজাসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ জেলার বেশির ভাগ দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিয়েতে আসা সবাই আমোদ-আহ্লাদে মাতোয়ারা ছিলেন।
ধুমধামে হলো এতিম ফারিয়ার বিয়ে
- কিশোরগঞ্জ সরকারি শিশু পরিবার বালিকা
শফিক আদনান, কিশোরগঞ্জ

সরকারি শিশু পরিবার বালিকার উপতত্ত্বাবধায়ক আয়েশা রশিদ জানান, ফারিয়ার বাড়ি শহরতলির চরশোলাকিয়ায়। খুবই গরিব ঘরের সন্তান। বাবা মারা যাওয়ার পর ২০১২ সালে তাঁর মা শিশু পরিবারে নিয়ে আসেন ফারিয়াকে।
নাসিমা বলেন, ‘এত ধুমধাম করে আমার মেয়ের বিয়ে হবে কল্পনাও করিনি। সবার সহযোগিতায় মেয়ের বিয়ে হয়েছে। এ জন্য আমার কতৃজ্ঞতার শেষ নেই। ওর বাবা বেঁচে থাকলে আরো খুশি হতো।’
পাত্রের নাম মো. আরমানুর রহমান।
বর আরমানুর রহমানের এক স্বজন জানান, আরমানুর রহমানের ইচ্ছা ছিল একজন এতিম মেয়েকে বিয়ে করবেন। সমাজসেবা দপ্তরের সহযোগিতায় তাঁর এই ইচ্ছা পূরণ হওয়ায় তিনি খুবই খুশি। কনেও তাঁর পছন্দ হয়েছে।
জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, ‘ফারিয়ার বর বিএসসি ইঞ্জিনিয়ার। বিয়ের আগেই আমি তার সঙ্গে কথা বলেছি। সে এ বিয়েতে খুবই আগ্রহী ছিল। আমরা সবাই নিজেদের সাধ্যমতো বিয়েতে সহায়তা করেছি। এ ধরনের ব্যতিক্রমী বিয়েতে অংশ নিতে পেরে আমি ব্যক্তিগতভাবে আনন্দিত। বিয়েটা মূলত সমাজসেবা দপ্তরের পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। এখানে আরো যেসব এতিম মেয়ে রয়েছে, সবার জন্য যথাসময়ে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সম্পর্কিত খবর

চকরিয়ায় দুই নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারায় রুদ্রপল্লীতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ভোরে উপজেলার কাকারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রুদ্রপল্লীর প্রয়াত হরিদাস রুদ্র মহাজনের একান্নবর্তী বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ১৫ সদস্যের ডাকাতদল দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে দুই নারী ও তিন পুরুষ সদস্য গুরুতর আহত হন।

বেঞ্চে বসা নিয়ে তর্ক সহপাঠীকে ছুরিকাঘাত
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

বিদ্যালয়ের বেঞ্চে বসা নিয়ে তর্কের মাঝে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে তাদেরই সহপাঠী আরেক শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল সোমবার সকালে ঢাকার দোহার উপজেলার লটাখোলা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে এক শিক্ষক বিদ্যালয়ের পাশেই একটি বাড়িতে ওই প্রতিষ্ঠানেরই নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াচ্ছিলেন।

সংক্ষিপ্ত
দুই জেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) ও দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রি আব্দুল্লাহ আল মামুন ও পঞ্চগড়ে রুবেল ইসলাম নামে এক মেকানিকের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গার দামুড়হুদায় গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালিয়াবকরি বিশ্বাসপাড়ায় এই ঘটনা ঘটে। আব্দুল্লাহ আল মামুন কালিয়াবকরি বিশ্বাসপাড়া গ্রামের মৃত রহমান বিশ্বাসের ছেলে। স্থানীয়রা জানায়, মামুন কারখানায় ইলেকট্রিক মেশিন দিয়ে কাঠ পলিশের কাজ করছিল।

বন্দুকযুদ্ধে রাজন হত্যা মামলা তদন্তে পিবিআই
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২০১৮ সালের ২৪ মে ময়মনসিংহে নিহত হয়েছিলেন ময়মনসিংহের পুরোহিত পাড়ার যুবক রাজন। সাত বছর পর রাজন খুনের ঘটনায় তাঁর বাবার করা মামলার তদন্ত করার জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালত।
গত রবিবার বিকেলে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক শরিফুল হক এই আদেশ দেন। মামলার আসামি হিসেবে রয়েছেন জেলা গোয়েন্দা শাখার সাবেক ওসি আশিকুর রহমানসহ ১৭ পুলিশ সদস্য।
জানা যায়, গত বছরের ৩১ অক্টোবর নিহত রাজনের বাবা হারুন অর রশিদ জেলা গোয়েন্দা শাখার সাবেক ওসি আশিকুর রহমানসহ ১৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করেন। মামলার বিবরণে অভিযোগ করা হয়, জেলা গোয়েন্দা শাখার সাবেক ওসি আশিকুর রহমানের নেতৃত্বে রাজনকে ঘুম থেকে উঠিয়ে আটক করে। পরে তার লাশ পাওয়া যায়।