<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রাজধানীর অন্যতম দর্শনীয় স্থান হাতিরঝিলে রয়েছে উন্মুক্ত মঞ্চ এম্ফিথিয়েটার। প্রায়ই সেখানে অনুষ্ঠিত হয় নানা আয়োজন। ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে কনসার্ট </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মেলোডি অব ম্যাভরিকস</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">। আয়োজনে ক্রাউ প্রডাকশন। এ কনসার্টে গাইবেন নন্দিত সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। এ ছাড়া থাকবে সময়ের শ্রোতাপ্রিয় কয়েকটি ব্যান্ড</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">—</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মেঘদল, সহজিয়া, কাকতাল। থাকবে তরুণ সংগীতশিল্পী এ কে রাহুল ও আলভি আমিরের পরিবেশনাও। এরই মধ্যে শুরু হয়েছে কনসার্টটির টিকিট বিক্রি। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। পাওয়া যাচ্ছে টিকিট ভাই ডটকমে। আয়োজকরা জানান, দর্শকের প্রবেশের জন্য গেট খুলে দেওয়া হবে বিকেল ৩টা ৩০ মিনিটে। কনসার্টে বাপ্পার হৃদয়স্পর্শী সুরের পাশাপাশি ব্যান্ড মিউজিকের ঝাঁজালো পরিবেশনায় ভিন্ন আবহ তৈরি হবে বলে আশা করছেন তাঁরা।</span></span></span></span></span></p> <p> </p> <p> </p>