<p> ইরিন জামান অভিনয়েরই মানুষ। ছিলেন গানে ও উপস্থাপনায়ও। সম্প্রতি আবারও গানে ফিরেছেন। লিখেছেন জাবেদ নূর</p> <p> নিয়ম করে গানের রেওয়াজ করেন ইরিন। তালিমও নিচ্ছেন ওস্তাদ সালাউদ্দিন শান্তনুর কাছে। কারণ একটাই, ভালো করে গানটাকে আয়ত্তে আনা। 'শিক্ষার কোনো শেষ নেই এবং এর কোনো বয়সও নেই'- ইরিনের সোজাসাপ্টা কথা। 'ভালো কিছু জানতে হলে সিরিয়াসলি সময় দিতে হয়। জানাশোনা লোকের কাছে যেতে হয়। আমার জানার এখনো অনেক বাকি।'</p> <p> প্রতিদিন নিয়ম করে খাওয়া, ঘুম, নাচ, হাঁটাহাঁটি, সবার সঙ্গে যোগাযোগ, জিম- সবই চলছে। জিম করছেন কি আবার অভিনয়ে নিয়মিত হতে? 'আমি কিন্তু এখনো অভিনয় করছি। নতুন অ্যালবামের দুটি গানের মিউজিক ভিডিওতে নিজেই অভিনয় করেছি।' 'চাইলে তুমি' অ্যালবামটি ইরিনের তৃতীয় একক। এই অ্যালবামেরই 'তোমাকে ভালোবাসি' ও 'বৈশাখ এলো রে' গান দুটির মিউজিক ভিডিও তৈরি করেছেন তিনি। মিউজিক ভিডিও দুটি এখন বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। পহেলা বৈশাখে অ্যালবামটি বাজারে আসে টিউনস ইন্টারন্যাশনালের ব্যানারে। এতে মোট গান ১২টি। দ্বৈত পাঁচটি এবং একক সাতটি। সুর ও সংগীত করেছেন ইবরার টিপু, শফিক তুহিন, ইমরান ও জুয়েল মোর্শেদ। রবীন্দ্রনাথেরও একটি গান আছে। পাঁচ বছর পর এলো ইরিনের নতুন অ্যালবাম। দীর্ঘ বিরতি প্রসঙ্গে ইরিন বলেন, 'সংসার গুছিয়ে আনতে মনোযোগী ছিলাম। মা-বাবার সম্মতিও নেই। যেহেতু বড় বোন মিডিয়ায় কাজ করেন, সবাই তো মিডিয়ায় কাজ করলে হবে না।'</p> <p> অভিনেত্রী মৌসুমী তাঁর বড় বোন; সে সুবাদে স্কুল বয়স থেকে মিডিয়ার সঙ্গে তাঁর যোগাযোগ। কলেজজীবনেই বড় পর্দায় অভিষেক। শাকিব খানের বিপরীতে 'অনন্ত ভালোবাসা' তাঁর প্রথম ছবি। এরপর অভিনয় করেন 'হৃদয় আমার নাম', 'মেহেরনিগার', 'দজ্জাল শাশুড়ি', 'শ্রেষ্ঠ সন্তান' ছবিতেও। বেশকিছু একক-ধারাবাহিক নাটকেও দেখা গেছে তাঁকে। 'গরিবের রানি' ছবিতে 'ও চাঁদ তুমি দূরে যাও' এবং এন্ড্রু কিশোরের সঙ্গে গাওয়া 'তুমি ডাকলেও আসি' গান দুটিই তাঁকে গায়িকার খ্যাতি এনে দেয়। এটিএন বাংলায় নিয়মিত উপস্থাপনা করেন। বিভিন্ন টিভি লাইভেও তাঁকে দেখা যায়। তবে এখন গানেই বেশি সময় দিতে চান। 'মা-বাবাও গানটা পছন্দ করেন। আর অভিনয় ও উপস্থাপনা- এসব পছন্দ ও সময় মিললে অবশ্যই করব'- বললেন ইরিন।</p>