<p> <strong>কালের কণ্ঠ স্পোর্টস</strong> : ক্রিশ্চিয়ান শোয়াইখলার সম্ভবত আর ফিরবেন না বাংলাদেশে। সে ক্ষেত্রে আপনার হাতেই এখন জাতীয় দলের গোলরক্ষকদের উন্নতি নির্ভর করছে...।</p> <p> <strong>নুরুজ্জামান নয়ন</strong> : ক্রিশ্চিয়ানের ফেরা-না ফেরার বিষয়টা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে গোলরক্ষকদের নিয়ে কাজ করার। আমার বিশ্বাস, আমি যেটুকু জানি তা দিয়ে গোলরক্ষকদের উন্নতি করতে পারব। চার গোলরক্ষকের মধ্যে কার কোন জায়গায় দুর্বলতা সেটা চিহ্নিত করেছি। সেগুলো নিয়েই কাজ করছি।</p> <p> <strong>প্রশ্ন </strong>: এটা তো একটা স্পেশালাইজেশন কোচিং। শোয়াইখলারের ছোঁয়ার গোলরক্ষক শহীদুল আলমের পারফরমেন্সে ইতিবাচক প্রভাব পড়েছিল। সেরকম কিছু কি আপনি দেখাতে পারবেন?</p> <p> <strong>নয়ন</strong> : শোয়াইখলারের সঙ্গে আমি একটি প্র্যাকটিস সেশনে কাজ করেছি, তাঁর কাজ ভালো। তবে একেক জনের কোচিং দর্শন আলদা, এএফসি 'বি' লাইসেন্স কোর্স করার পর এ বছর আমি ফিফার গোলরক্ষক কোচিং কোর্স করেছি। সুতরাং আমার প্র্যাকটিসেও আলাদা কিছু থাকবে। যেমন কারো দুর্বলতা ওয়ান-টু-ওয়ানে, কারো ক্রসে, কারো পা চলে না- এ রকম নানান সমস্যা আছে আমাদের গোলরক্ষকদের। কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচে শহীদুল আলম পায়ে খুব ভালো খেলেছে, এটা আমার তৃপ্তি। এখন টেকনিক্যাল সমস্যাগুলো নিয়ে কাজ করার পাশাপাশি গোলরক্ষকদের মানসিকভাবে শক্তিশালী করার কাজ করছি।</p> <p> <strong>প্রশ্ন</strong> : আপনি যেসব টেকনিক্যাল কাজের কথা বলেছেন, সেগুলো তো ক্লাব পর্যায়ে শোধরানো উচিত। জাতীয় দলে এসে এসব নিয়ে কাজ হবে কেন?</p> <p> <strong>নয়ন</strong> : আমাদের প্রিমিয়ার লিগের অধিকাংশ ক্লাবে গোলরক্ষক কোচ রয়েছে। কিন্তু এর নিচের লিগগুলোতে গোলরক্ষক কোচ নেই, গোলরক্ষকরা নিজেদের মতো করে শেখে। তারা ভুল শিখলেও কেউ বোঝানোর নেই। এ কারণে সর্বোচ্চ পর্যায়ে আসার পর গোলরক্ষকদের নিয়ে কাজ করতে হয়।</p> <p> <strong>প্রশ্ন</strong> : পুরো দলের অবস্থা কেমন। সামনে তাজিকিস্তানের ম্যাচের জন্য কি প্রস্তুত?</p> <p> <strong>নয়ন</strong> : আমাদের ইতালিয়ান কোচ দলের অন্যদের নিয়ে কাজ করছেন, সে সম্পর্কে আমি বলতে পারব না। কোচ খেলোয়াড়দের ফিটনেসকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। ব্যক্তিগত নৈপুণ্য নয়, তাঁর কাছে দলগত খেলাটাই মুখ্য। তবে যেটুকু বুঝি দল তাজিকিস্তানের ম্যাচের জন্য ভালোভাবে তৈরি হচ্ছে।</p> <p> <strong>প্রশ্ন</strong> : আপনার চুক্তি তো কেবল শুরু হলো ...</p> <p> <strong>নয়ন</strong> : জাতীয় দলে কাজ করার জন্য আমার ছয় মাসের চুক্তি, কিরগিজস্তানের ম্যাচ দিয়ে তা শুরু হয়েছে। আগামী মার্চে তা শেষ হবে।</p>