<p>ক্রীড়া প্রতিবেদক : ফ্র্যাঞ্চাইজি আর আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা মিলিয়ে কোনো সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচের রীতি এখন বিরলই হয়ে উঠেছে। তবে এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মূল লড়াইয়ের আগে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এই ম্যাচটি দিয়েই আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সিরিজের জন্য কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার কাজটা সারতে চায় সফরকারী দল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড একাদশের বিপক্ষে সেই ম্যাচটি অবশ্য বাংলাদেশ সময় গতকাল রাত ৮টায় শুরু হয়ে গেছে।</p> <p>এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে নতুন এক অভিজ্ঞতার সামনে দাঁড়িয়ে মোহাম্মদ সালাউদ্দিন। ১৪ বছর আগে বাংলাদেশ দলের সঙ্গে ক্যারিবীয় দ্বীপপুঞ্জেই আন্তর্জাতিক কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। মাঝে জাতীয় দলের সঙ্গে বেশ দূরত্ব তৈরি হওয়া সালাউদ্দিন এবার ফিরেছেন সিনিয়র সহকারী কোচ হিসেবে। সেই সময়ের চেয়ে এখনকার ক্রিকেটারদের অনেক বেশি অনুপ্রাণিত মনে হচ্ছে তাঁর কাছে। স্মৃতিচারণা করে ওয়েস্ট ইন্ডিজ থেকে পাঠানো বিসিবির ভিডিও বার্তায় অভিজ্ঞ এই কোচ বলছিলেন, ‘প্রায় ১৪ বছর পর আমি আবার ওয়েস্ট ইন্ডিজে এলাম। এখানে আন্তর্জাতিক কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল। ক্রিকেটারদের কাজের ধরন দেখে ভালো লাগছে। আমার মনে আগের তুলনায় এই জায়গায় ক্রিকেটাররা একটু হলেও উন্নতি করতে সক্ষম হয়েছে।’ এখনকার ক্রিকেটারদের স্বপ্নও অনেক বেশি বিস্তৃত বলে মনে হচ্ছে সালাউদ্দিনের, ‘এই ছেলেদের স্বপ্নের পরিধি অনেক বড়। তারা বাধা ভেঙে আরো ওপরে উঠতে চায়। আমার আশা তারা খুব ভালো করবে।’</p> <p>এবার ওয়েস্ট ইন্ডিজে তুলনামূলক অনভিজ্ঞ একটি দল নিয়ে টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। চোটের কারণে দলে নেই অভিজ্ঞ মুশফিকুর রহিম। তাঁর লম্বা সময়ের সতীর্থ সাকিব আল হাসান এই সংস্করণকে বিদায় বলেছেন। কুঁচকির চোটে টেস্ট সিরিজের দল থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন। এর মধ্যে টেস্ট-ওয়ানডে মিলিয়ে টানা তিনটি সিরিজে বেশ তিক্ত অভিজ্ঞতা সঙ্গী হয়েছে বাংলাদেশের। তবু দল নিয়ে আশার কথা শোনা গেল সালাউদ্দিনের কণ্ঠে, ‘এবারের স্কোয়াডটা মোটামুটি অনভিজ্ঞ। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ছেলেরা পারফরম করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’ টেস্ট ক্রিকেট নিয়ে ক্রিকেটারদের নিবেদনও চোখে পড়েছে সালাউদ্দিনের, ‘আমার মনে হয় সবাই সাদা জার্সিটা পরতে চায়। এটা ইচ্ছাটা খুবই দরকার। এটা মনের মধ্যে থাকলে টেস্ট ক্রিকেটে আমরা ভালো করব।’</p> <p>ওয়েস্ট ইন্ডিজে গত কয়েক দিন দলের কার্যক্রম উঠে এসেছে তাইজুল ইসলামের কথায়, ‘আমাদের দীর্ঘ এক ভ্রমণ ছিল। পৌঁছানোর পরদিন আমরা অনুশীলনে হালকা মেজাজে ভলিবল খেলেছি। ওখানে ছেলেরা অনেক মজা করেছে। পরদিন আমাদের দলীয় অনুশীলন ছিল। সুযোগ-সুবিধা এখানে খুব ভালো। আমরা এগুলোর সদ্ব্যবহারের চেষ্টা করছি।’</p> <p> </p> <p> </p> <p> </p>