চার পয়েন্টের খোঁজে নিগাররা

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
চার পয়েন্টের খোঁজে নিগাররা

প্রথমবার সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ হাতছানি দিচ্ছে বাংলাদেশের মেয়েদের। এ জন্য অবশ্য কঠিন পথ পাড়ি দিতে হবে। হাতে আছে একটি সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ মেয়েদের বিপক্ষে তিন ম্যাচের সেই সিরিজটি খেলতে আগামীকাল ঢাকা ছাড়বে বাংলাদেশ।

তিন ম্যাচের দুটিতে জিততে হবে সফরকারী মেয়েদের। তাহলেই মিলবে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট।

ক্যারিবিয়ানে যাওয়ার আগে গতকাল এক সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার অবশ্য আশার কথাই শুনিয়েছেন, প্রথমত আমাদের লক্ষ্য তো একটাই, আমরা যেন চারটা পয়েন্ট নিতে পারি এবং সরাসরি যেন ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারি। আমরা আসলে সিদ্ধান্তহীনতায় নেই।

ওয়ানডে দলটা যেভাবে ভালো ক্রিকেট খেলেছে গত সিরিজে...বলব আধিপত্য বিস্তার করেই ক্রিকেট খেলেছে। অনেক সমীকরণ অনেকের মাথায় থাকবে। আমি দলকে পরিষ্কার বার্তা দিয়েছি, ওখানে ভালো ক্রিকেট খেলতে হবে। পরের হিসাবটা পরে।
ম্যাচ জেতার পর সমীকরণ। জেতার দিকেই বেশি মনোযোগ আমাদের।

আরেকটি দিক থেকে মেয়েদের এই সফরটি ঐতিহাসিক। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এবারই প্রথম ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে বাংলাদেশ নারী দল। চ্যালেঞ্জের কথাও তাই শোনা গেল নিগারের কণ্ঠে, সব জায়গায় চ্যালেঞ্জ থাকে।

কোনো জায়গাই আপনাকে সহজে স্বাগত জানাবে না। কিন্তু তা মোকাবেলা করতে হবে। ইতিবাচক থাকার গুরুত্বটা অনেক বেশি। কয়েক দিন আগে ছেলেরা খেলে এসেছে, সেন্ট কিটসের উইকেট নিয়ে আমাদের অনেক ধারণা আছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে ১৯, ২১ ও ২৪ জানুয়ারি। আর টি-টোয়েন্টি সিরিজটি হবে ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি।

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

ফুটবল

বুন্দেসলিগা

অগসবুর্গ-বায়ার্ন মিউনিখ

সরাসরি, রাত ১২-৩০ মিনিট, টেন ২

লা লিগা

রায়ো ভায়েকানো-এস্পানিওল

সরাসরি, রাত ১টা, জিও সিনেমা

সৌদি প্রো লিগ

আল হিলাল-আল নাসর

সরাসরি, রাত ১২টা, টেন ৫

ক্রিকেট

নিউজিল্যান্ড-পাকিস্তান

তৃতীয় ওয়ানডে

সরাসরি, আগামীকাল ভোর ৪টা, টেন ৫

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

আইপিএল

লখনউ-মুম্বাই

সরাসরি, রাত ৮টা

প্রাসঙ্গিক
মন্তব্য

পাকিস্তানের শাস্তি

শেয়ার
পাকিস্তানের শাস্তি

ম্যাচ হারের সঙ্গে শাস্তিও পেলেন পাকিস্তানি ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে স্লো ওভাররেটের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে পাকিস্তানের খেলোয়াড়দের। একই কারণে প্রথম ওয়ানডেতে তাঁরা জরিমানা গুনেছিলেন ১০ শতাংশ। এ নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তৃতীয় ওয়ানডেতে এই অপরাধে জরিমানা গুনলেন তাঁরা।

ক্রিকইনফো

প্রাসঙ্গিক
মন্তব্য

মায়ামির হার

শেয়ার
মায়ামির হার

লিওনেল মেসি স্কোরশিটে নাম ওঠাতে পারলেন না, ইন্টার মায়ামিও পারেনি জিতে মাঠ ছাড়তে। কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লস অ্যাঞ্জেলেস এফসির মাঠে ১-০ গোলে হেরেছে হাভিয়ের মাচেরানোর দল। ৫৭ মিনিটে লস অ্যাঞ্জেলেসের হয়ে একমাত্র গোলটি করেছেন নাথান ওরডাজ। আগামী ৯ এপ্রিল ফিরতি লড়াই।

এএফপি

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ