ঢাকা, বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

উত্থান-পতন রংপুরের

শেয়ার
উত্থান-পতন রংপুরের

ক্রীড়া প্রতিবেদক : লাগাতার পাঁচ ম্যাচ হেরে বিদায় নেওয়ার আগে এবারের বিপিএলে অবিশ্বাস্য এক যাত্রাই ছিল রংপুর রাইডার্সের। টানা আট ম্যাচ জেতার সেই প্রসঙ্গ ওঠার পর একটি সংশোধনীও জুড়ে দিতে চাইলেন মোহাম্মদ আশরাফুল। দলটির সহকারী কোচ মনে করিয়ে দিলেন, আমরা কিন্তু আরো আগে থেকে জিততে শুরু করেছিলাম। গ্লোবাল সুপার লিগে টানা তিন ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছিলাম।

আসলে আমরা ম্যাচ জিতেছি টানা ১১টি।

এই জয়যাত্রা তাঁদের শুরু হয়েছিল গত বছরের ৪ ডিসেম্বর গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে হারিয়ে শুরুর পর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁদের। লাহোর কালান্দার্সের পর বহুজাতিক আসরের ফাইনালে রংপুরের জয়রথে পিষ্ট হয় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াও।

এরপর বিপিএলে দুরন্ত গতিতে ছুটতে থাকা দলটি হারতেই যেন ভুলে গিয়েছিল। ভুলতে বসা সেই স্বাদ ফেরে গত ২৩ জানুয়ারি। দুর্বার রাজশাহীর কাছে হারার পর তারা আবার ছন্দ হারিয়ে ফেলে। এমনই যে গতকাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খুলনা টাইগার্সের কাছে তাদের হার টানা পঞ্চমবার।
গায়ানার বিপক্ষে জেতার দিন থেকে হিসাব করলে রংপুর রাইডার্সের উত্থানের গল্প ৫০ দিনের।

অথচ পতনের গল্পটি লেখা হয়েছে মাত্র ১২ দিনে। আশরাফুলের বক্তব্য থেকে সেই হিসাব মিলিয়ে নিতে পারেন, ২৩ (জানুয়ারি) তারিখ থেকে আমরা হারা শুরু করলাম। সেদিন থেকে প্রতিটি ম্যাচে আমরা তিন বিভাগেই ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতায় ছন্দ হারিয়ে ফেলাকে বড় কারণ বলে মনে করেন আশরাফুল, যেহেতু এটি অল্প ওভারের খেলা, একবার ছন্দ হারিয়ে ফেললে ফিরে পাওয়া কঠিন।

সেই সঙ্গে একজনের অনুপস্থিতিকেও বিশাল ধাক্কা হয়ে দলের গায়ে লাগতে দেখেছেন তিনি, খুশদিল শাহর (চ্যাম্পিয়নস ট্রফির পাকিস্তান দলে ডাক পেয়ে) চলে যাওয়াটা বড় ধাক্কা ছিল আমাদের জন্য। সে চলে যাওয়ার পর ওর জায়গাটা কেউ নিতে পারেনি। 

অবশ্য এলিমিনেটর ম্যাচের আগ পর্যন্ত ১২ ম্যাচের ১১ ইনিংসে ৩০৫ রান করে রংপুরের সেরা ব্যাটার ইফতেখার আহমেদকে গতকাল একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত রংপুরের বিপক্ষে গেছে কি না, ম্যাচের পর সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন শুনতে হয়েছে আশরাফুলকে। নতুন যোগ দেওয়া তিন বিদেশির মধ্যে আন্দ্রে রাসেল আগের দিন রাতে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টির ম্যাচ খেলে ধরেছিলেন ঢাকার ফ্লাইট। সকালে পৌঁছে দুপুরেই ম্যাচ খেলেছেন। আশরাফুল মানছেন যে এভাবে কাউকে এনে খেলানোটা মোটেও আদর্শ নয়। তবে টানা পাঁচ হারে স্থানীয় ক্রিকেটারদের দায় অস্বীকার করলেন না রংপুরের ব্যাটিং কোচ, আমাদের খেলোয়াড়দের আরেকটু বিগ হার্ট নিয়ে খেলা উচিত ছিল। গ্লোবাল সুপার লিগে খুশদিলের ঝোড়ো ব্যাটিং ভূমিকা রেখেছিল। (এখানে) সাইফ হাসান বা শেখ মেহেদীদের সে রকম ব্যাটিং মিসিং ছিল।

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

ক্রিকেট

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের চতুর্থ দিন

সরাসরি, সকাল ১০টা, বিটিভি

ফুটবল

ইপিএল, আর্সেনাল-ক্রিস্টাল প্যালেস

সরাসরি, রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা, গেতাফে-রিয়াল মাদ্রিদ

সরাসরি, রাত ১-৩০ মিনিট, জিও সিনেমা

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

টি স্পোর্টস টিভি ও অ্যাপ

ক্রিকেট

ডিপিএল, আবাহনী-গাজী গ্রুপ ক্রিকেটার্স

আইপিএল, হায়দরাবাদ-মুম্বাই

সরাসরি, রাত ৮টা

পিএসএল, মুলতান-ইসলামাবাদ

সরাসরি, রাত ৯টা

 

প্রাসঙ্গিক
মন্তব্য

প্রিমিয়ারে ফিরল লিডস

শেয়ার
প্রিমিয়ারে ফিরল লিডস

প্রিমিয়ারে ফিরল লিডস ইউনাইটেড। দুই বছর দ্বিতীয় স্তরে কাটিয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগে ফিরল তারা। চ্যাম্পিয়নশিপের ম্যাচে স্টোক সিটির বিপক্ষে ৬-০ গোলের বিশাল জয়ের পরই তাদের প্রিমিয়ারে ওঠা একপ্রকার নিশ্চিত হয়ে যায়। বার্নলির কাছে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড হেরে গেলে তা চূড়ান্ত হয়ে যায়।

প্রিমিয়ারে ফিরছে বার্নলিও। বিবিসি

 

মন্তব্য

কাবাডিতে মেয়েদের জয়

শেয়ার
কাবাডিতে মেয়েদের জয়

ক্রীড়া প্রতিবেদক :  পাঁচ ম্যাচের সিরিজে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। স্বাগতিক নেপালের কাছে প্রথম দুই ম্যাচ হারের পর গতকাল তৃতীয় ম্যাচে ২৩-২৬ পয়েন্টে জয়ে পেয়েছে সফরকারীরা। পাঁচ পয়েন্টে (১০-১৫) পিছিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করলেও দ্বিতীয়ার্ধে প্রবলভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ