<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া প্রতিবেদেক : বিপিএলের শেষ দিকে এসে হলেও তাওহিদ হৃদয়ের ব্যাট স্বস্তির নিঃশ্বাস ফেলার ফুরসত দিয়েছে। এই তরুণ ব্যাটার নিজেও রানে ফিরতে কতটা মরিয়া ছিলেন, সেটি বোঝা গেছে তাঁর প্রতিক্রিয়ায়। প্রথম কোয়ালিফায়ারে ৫৬ বলে অপরাজিত ৮২ রানের ইনিংসে ফরচুন বরিশালকে ফাইনালে তুলে একটি ফেসবুক পোস্টে লিখেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরিশ্রম করছি নিয়মিত, ধৈর্য ধরেছি, চেষ্টার কমতি নেই; কিন্তু রান হচ্ছিল না। বিশেষ করে গত দুই বিপিএলের পর আমার কাছে সবার প্রত্যাশা ছিল আকাশচুম্বী।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/02.February/05-02-2025/2/kalerkantho-sp-1a.jpg" height="249" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/02.February/05-02-2025/2/kalerkantho-sp-1a.jpg" style="float:left" width="250" />সেই প্রত্যাশা মেটানোর পাশাপাশি আসন্ন  চ্যাম্পিয়নস ট্রফির আগে রানে ফিরে সমর্থকদের স্মরণ করেছেন তাওহিদ, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রিকেটকে যারা ভালোবাসে, তারা আমাদেরও ভালোবাসে। ভালো খেললে তালি দেয়, আমরা খারাপ করলে তাদের ভেতরেও হতাশা কাজ করে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এবারের বিপিএলে শুরুটা ভালো যায়নি তাওহিদের। রান পেলেও ইনিংস বড় করতে পারছিলেন না তিনি। এ জন্য গ্যালারি থেকে দুয়োধ্বনি শুনতে হচ্ছিল তাঁকে। সোমবার ভিন্ন চিত্রও দেখা হলো তাঁর, সিক্ত হলেন সমর্থকদের ভালোবাসায়। তাওহিদের মতোই সেটা পেরেছেন চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকা আরেক ক্রিকেটার পারভেজ হোসেন। শুরুতে অফ ফর্মের কারণে চিটাগং কিংসের একাদশ থেকে বাদ পড়লেও শেষ দিকে রান ফিরেছে তাঁর ব্যাটেও। তবে ভিন্ন পথে নাজমুল হোসেন। চ্যাম্পিয়নস ট্রফির আগে ছন্দে ফেরার সুযোগটুকুও পাচ্ছেন না বাংলাদেশের দুই সংস্করণের অধিনায়ক।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিপিএল শেষ না হওয়ায় বরিশালের ম্যাচের দিন সতীর্থদের আগেই মিরপুরে হাজির হচ্ছেন নাজমুল। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছে ভুলত্রুটি শুধরে নিচ্ছেন। গতকাল এই কোচ জানান, চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকা যেসব ক্রিকেটারের এবারের বিপিএল শেষ হয়ে গেছে, তাঁরা মিরপুরে অনুশীলন শুরু করে দেবেন। গতকাল যেমন জাকের আলী করেছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া বিপিএল শেষ হলে চ্যাম্পিয়নস ট্রফির আগে দেশে পাঁচ দিনের আনুষ্ঠানিক প্রস্তুতি সারবেন নাজমুলরা। সালাউদ্দিন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা ১৩ তারিখে রওনা দেব। এর আগে ৮-১২ তারিখ অর্থাৎ পাঁচ দিন মিরপুরে অনুশীলন চলবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এই ক্যাম্পে জাতীয় দলের আশপাশে থাকা বেশ কিছু ক্রিকেটারকেও ডাকা হয়েছে। যদিও ৭ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনালে খেলা ক্রিকেটাররা দু-এক দিন ছুটি পেতে পারেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর মধ্যেই ছুটি কাটিয়ে ফিরেছেন প্রধান কোচ ফিল সিমন্স। স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কিয়েলি ক্যাম্পের আগে চলে আসবেন। আগামী শুক্রবার ঢাকায় আসবেন বলে নিশ্চিত করেছেন মুশতাক আহমেদ। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে না থাকলেও চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করবেন তিনি। সঙ্গে থাকবেন সালাউদ্দিন। কোচিং স্টাফের বাকি সদস্যরা সরাসরি সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দেবেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ দল ১৪ ফেব্রুয়ারি দুবাই পৌঁছে সেখানে পরের দিন পাকিস্তান </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর কয়েক দিন অনুশীলন শেষে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করবে বাংলাদেশ দল।</span></span></span></span></p>