<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুইয়ে দুই ব্রাজিল ও আর্জেন্টিনার। সাত গোলের রোমাঞ্চকর লড়াইয়ে আর্জেন্টিনার ছোটরা ৪-৩ ব্যবধানে হারিয়েছে উরুগুয়েকে। অন্যদিকে ব্রাজিলের যুবারা ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়াকে। টানা দুই ম্যাচ জিতে যুবাদের বিশ্বকাপের টিকিট কাটার পথে অনেকটা এগিয়ে গেল ব্রাজিল ও আর্জেন্টিনা। লাতিন আমেরিকা যুব চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে দুই দলের পয়েন্ট সমান ৬ হলেও গোল গড়ে এগিয়ে থেকে শীর্ষে আলবিসেলেস্তেরা আর দ্বিতীয় স্থানে সেলেসাওরা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="আর্জেন্টিনার সঙ্গে জয়রথে ব্রাজিল" height="189" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/02.February/09-02-2025/kk--4a---09-02-2025-14.jpg" style="float:left" width="190" />গোলোৎসবের ম্যাচে একটা সময় ৪-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। প্রথমার্ধের শেষ দিকে দশ মিনিটের ব্যবধানে করা ক্লদিও এচেভেরির জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থাকার স্বস্তি নিয়ে মাঝবিরতিতে যায় আলবিসেলেস্তেরা। দুটি গোলেই অ্যাসিস্ট করেছেন মরিসিও কারিজো। দুই অ্যাসিস্টের পর দ্বিতীয়ার্ধে দুবার লক্ষ্যভেদ করেন ক্যারিজো নিজেও। একের পর এক গোল হজম করলেও একদম হাল ছেড়ে দেয়নি উরুগুয়ে। বরং তিন গোল শোধ দিয়ে ম্যাচটা দারুণ জমিয়ে দেয় তারা। অবশ্য উরুগুয়ের শেষ বেলার ঝড় সামলে বিজয়োৎসব করেছে আলবিসেলেস্তের ছোটরাই। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কলম্বিয়ার বিপক্ষে শুরুটা দারুণ হয়েছিল ব্রাজিলের। ষষ্ঠ মিনিটে লাগো তিওদোরো এগিয়ে নেন সেলেসাও যুবাদের। এই গোলটিই শেষ পর্যন্ত গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য। শেষ দিকে লালকার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের ইগোর সেরোতে। তখনো বেশ কয়েক মিনিটের খেলা ছিল বাকি। একজন বেশি নিয়ে খেলার সুযোগ একদম কাজে লাগাতে পারেনি বলের দখলে এগিয়ে থাকা কলম্বিয়া। এ নিয়ে টানা দুই ম্যাচ দশজন নিয়ে খেলেও জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল। এএফপি</span></span></span></span></span></p>