<p>লাল বলের ক্রিকেটে জীবনের শেষ ম্যাচটা খেলে ফেললেন দিমুথ করুনারত্নে। আগেই ঘোষণা দিয়েছিলেন গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলেই যাবেন অবসরে। নিজের শততম এবং বিদায়ি টেস্টটা সাফল্যের আবিরে রাঙাতে পারেননি করুণারত্নে। তাঁর বিদায়ি ম্যাচে শ্রীলঙ্কা হেরেছে ৯ উইকেটের বড় ব্যবধানে। বিশাল এই জয়ে ২-০ ব্যবধানে স্বাগতিকদের ধবলধোলাই করেছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ইনিংস ব্যবধানে জিতেছিল তারা। ১৪ বছর পর শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ জিতল তারা। সর্বশেষ ২০১১ সালে রিকি পন্টিংয়ের নেতৃত্বে এখানে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া।</p> <p><img alt="যুগ পেরিয়ে জিতল অস্ট্রেলিয়া" height="144" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/02.February/10-02-2025/Rif/10-02-2025-p14-5.jpg" style="float:left" width="300" />আগের দিনেই একরকম নির্ধারিত হয়ে গিয়েছিল ম্যাচের ভাগ্য। মধাহ্নভোজের বিরতির আগে জয়ের আনুষ্ঠানিকতা সেরেছে অস্ট্রেলিয়া। গতকাল শেষ দুই উইকেটে আর ২০ রান যোগ করে শ্রীলঙ্কা ২৩১ রানে অলআউট হলে জয়ের জন্য ৭৫ রানের মামুলি লক্ষ্য পায় সফরকারীরা। ট্রাভিস হেডকে হারিয়ে ১৭.৪ ওভারে তারা পৌঁছে যায় ওই লক্ষ্যে। অস্ট্রেলিয়া জয় থেকে তিন রান দূরে থাকতে করুনারত্নের হাতে বল তুলে দিয়েছিলেন ধনঞ্জয়া ডি সিলভা। করুনারত্নের তৃতীয় বল মিড উইকেটে খেলে স্কোর সমান করে পরের বলে সিঙ্গেল নিয়ে মারনাস লাবুশানে সেরেছেন জয়ের আনুষ্ঠানিকতা। শ্রীলঙ্কার হয়ে শেষ টেস্ট খেলার পর করুনারত্নে বলছিলেন, ‘ক্রিকেট ক্যারিয়ার শুরুর সময় একটি মাত্র টেস্ট খেলার স্বপ্ন দেখেছিলাম আমি। ১০০তম টেস্ট খেলার অনুভূতি দারুণ।’ ক্রিকইনফো</p> <p> </p> <p> </p> <p> </p>