ইতালির তুরিন শহরে চলমান শীতকালীন স্পেশাল অলিম্পিকস গেমসে ফ্লোর বল ইভেন্টে সোনা জিতেছে বাংলাদেশ নারী দল। গতকাল ইউক্রেনকে হারিয়েছে ৪-২ গোলে। ফাইনালে বাংলাদেশ দলের হয়ে একটি করে গোল করেছেন স্বর্ণা, ফাতেমা, ফাবিয়া ও তামাল্লিন। খেলায় দুই দলের মধ্যে সমান তালে লড়াই হয়েছে।