জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আল আমিন। স্ট্রাইকার হিসেবে তাঁর খেলার ধরনের প্রশংসা শোনা গেছে কোচ হাভিয়ের কাবরেরার মুখে। হামজা চৌধুরীর সঙ্গে ভারতের বিপক্ষে মাঠে নামতেও মুখিয়ে আছেন এই খেলোয়াড়। সৌদি আরবে অনুশীলন ক্যাম্পের শেষ দিন গতকাল নিজের প্রস্তুতি ও লক্ষ্যের কথাই শুনিয়েছেন তিনি গণমাধ্যমের কাছে।