সবার শেষে জহির

শেয়ার
সবার শেষে জহির

ক্রীড়া প্রতিবেদক : নানজিংয়ে এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে হতাশ করেছেন জহির রায়হান। ৪০০ মিটারে নিজের হিটে সবার শেষে দৌড় শেষ করেছেন তিনি। সময় নিয়েছেন ৪৯.৮৪ সেকেন্ড, যা তাঁর গত বছরের এশিয়ান ইনডোরের টাইমিংয়ের চেয়ে অনেক বেশি। তেহরানে রুপা জয়ের পথে ৪৮.১০ সেকেন্ডে শেষ করেছিলেন এ স্প্রিন্টার।

নানজিংয়ে ভালো করতে না পারার পেছনে প্রস্তুতির অভাবকে দুষেছেন এই অ্যাথলেট, বিশ্ব অ্যাথলেটিকসের মতো আসরে অংশ নেব আমি, সেই অনুপাতে কি প্রস্তুতি নিতে পেরেছি আমি? বলতে গেলে কোনো প্রস্তুতি ছাড়াই তো এসেছি। আর্মি স্টেডিয়ামে সপ্তাহখানেক নিজের মতো অনুশীলন করেছি। এতে বিশ্ব আসরের প্রস্তুতি হয়? এই ট্র্যাকেই তো কোনো দিন দৌড়াইনি আমি। এর যে তীব্র বাঁক, সে বিষয়ে কোনো ধারণাই ছিল না।

আমি শুরুতে ভারসাম্যই রাখতে পারছিলাম না। কোনো রকমে দৌড় শেষ করেছি।

গত বছর তেহরানের সেই আসরের পর এ ধরনের ট্র্যাকে আর নামাই হয়নি জহিরের। নানজিংয়ে গেছেন তিনি একরকম অংশগ্রহণ করতেই।

আর শুধু অংশগ্রহণের মানসিকতা থেকে কখনোই ভালো কিছু হবে না বলে আক্ষেপ করেছেন, এই ধারণা থেকেই আমাদের এখন বেরিয়ে আসতে হবে। এখানে যারা অংশ নিয়েছে তাদের কারো চেয়েই আমার শারীরিক ফিটনেস খারাপ নয়। কিন্তু তাতে কী, আমার যে প্রস্তুতিই নেই। ৪০০ মিটারের আউটডোরে জহিরের রেকর্ড টাইমিং যদিও ৪৬.৮৬ সেকেন্ড। সেটিও করেছিলেন ২০১৯ সালে।

মন্তব্য

সম্পর্কিত খবর

বিশ্বকাপ বাছাই

শেয়ার
বিশ্বকাপ বাছাই
গত পরশু বিশ্বকাপ বাছাইয়ে মলদোভাকে ৫-০ গোলে হারানোর পর নরওয়ের আর্লিং হালান্ডের (মাঝে) উদযাপন। আরেক ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ওয়েলস। ছবি : এএফপি
মন্তব্য

টিভিতে

শেয়ার
টিভিতে

ফুটবল

ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই

লিথুয়ানিয়া-ফিনল্যান্ড

সরাসরি, রাত ১১টা, টেন ২

ইংল্যান্ড-লাটভিয়া

সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ২

পোল্যান্ড-মাল্টা

সরাসরি, রাত ১-৪৫ মিনিট

টেন ১

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

ডিপিএল

আবাহনী-ধানমণ্ডি স্পোর্টস

সরাসরি, সকাল ৯টা

আইপিএল

দিল্লি-লখনউ

সরাসরি, রাত ৮টা

প্রাসঙ্গিক
মন্তব্য

মিনহাজ চ্যাম্পিয়ন

শেয়ার
মিনহাজ চ্যাম্পিয়ন

স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন। রানার আপ তিতাস ক্লাবের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস। মিনহাজ ৯ খেলায় সাড়ে ৮ পয়েন্ট পেয়ে শিরোপা জেতেন। আট পয়েন্ট নিয়ে সুব্রত রানার আপ হন।

তৃতীয় হয়েছেন নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম। বিজ্ঞপ্তি

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ