আপিলে জিতে গেলেন দানি আলভেস। যৌন নিপীড়নের দায়ে পাওয়া বার্সেলোনার সাবেক এই ব্রাজিলিয়ান ফুটবলারের সাজা বাতিল করেছেন স্পেনের একটি আদালত। ২০২২ সালে বার্সার এক নাইট ক্লাবে এক নারীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগে তাঁকে সাড়ে চার বছর কারাদণ্ড দিয়েছিলেন আদালত। পর্যাপ্ত তথ্য-প্রমাণ না থাকায় বাতিল করা হলো সব সাজা।