হাঙ্গেরিতে সপ্তম তাহসিন

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
হাঙ্গেরিতে সপ্তম তাহসিন

হাঙ্গেরির সিক্স ডেজ বুদাপেস্ট গ্র্যান্ডমাস্টার দাবায় সপ্তম হয়েছেন ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার। ৯ খেলায় ৪ পয়েন্ট পেয়েছেন তিনি। গতকাল শেষ খেলায় তাহসিন ড্র করেছেন স্বাগতিক গ্র্যান্ডমাস্টার গার্গলি একসেলের সঙ্গে। টুর্নামেন্টে তাহসিনের এটি টানা দ্বিতীয় ড্র।

অষ্টম রাউন্ডেও পয়েন্ট ভাগাভাগি করেছিলেন তিনি আরেক হাঙ্গেরিয়ান গ্র্যান্ডমাস্টার ডেভিড বারসেজের সঙ্গে।

তাহসিন ৯ খেলায় মুখোমুখি হওয়া তিন গ্র্যান্ডমাস্টারের দুজনের কাছ থেকে পয়েন্ট কাড়লেও হেরেছেন দুজন ফিদে মাস্টারের কাছে। ভারতীয় ফিদে মাস্টারের কাছে হার দিয়ে শুরু তাঁর। পরের দুই ম্যাচে অবশ্য টানা জয় তুলে নিয়েছেন একজন যুক্তরাষ্ট্রের, একজন আন্তর্জাতিক মাস্টার ও সুইডিশ ফিদে মাস্টারের বিপক্ষে।

তৃতীয় ম্যাচটি জিতেছেন তিনি ষষ্ঠ রাউন্ডে ভারতেরই ফিদে মাস্টার জেকে শান্তির বিপক্ষে। ৯ খেলায় মোট ৩ জয় ও ২ ড্র তাহসিনের।

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

ফুটবল

চ্যাম্পিয়নস লিগ, কোয়ার্টার ফাইনাল

আর্সেনাল-রিয়াল মাদ্রিদ

সরাসরি, রাত ১টা, টেন ৩

বায়ার্ন মিউনিখ-ইন্টার মিলান

সরাসরি, রাত ১টা, টেন ১

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ফুটবল

ফেডারেশন কাপ, কিংস-আবাহনী

সরাসরি, দুপুর ২-৪৫ মিনিট

ব্রাদার্স-রহমতগঞ্জ

সরাসরি, দুপুর ২-৪৫ মিনিট (ইউটিউব)

ক্রিকেট

আইপিএল, কলকাতা-লখনউ, সরাসরি, বিকেল ৪টা

পাঞ্জাব-চেন্নাই, সরাসরি, রাত ৮টা

প্রাসঙ্গিক
মন্তব্য

জয়ে আত্মবিশ্বাসী নিগাররা

শেয়ার
জয়ে আত্মবিশ্বাসী নিগাররা

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপ বাছাই পর্বের আগে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ২৫২ রানের লক্ষ্য তাড়ায় ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ নারী দল। সেটিও মাত্র ৪১.৩ ওভারে। গতকাল রবিবার লাহোরে স্কটল্যান্ডের বিপক্ষে এমন জয়ে দারুণ আত্মবিশ্বাসী মেয়েরা।

পাকিস্তান থেকে মুঠোফোনে গতকাল দলের ম্যানেজার গোলাম ফাইয়াজ বলছিলেন, মেয়েরা গতকাল (পরশু) ভালো ব্যাটিং করেছে।

৪১ ওভারে ম্যাচ জিতেছে। মূল টুর্নামেন্টের আগে এমন জয় আমাদের জন্য স্বস্তির। বাড়তি আত্মবিশ্বাস দেবে।

তবে জয়ের ম্যাচেও অতৃপ্তি আছে কিছুটা।

থিতু হয়েও ইনিংস বড় করতে পারছেন না মেয়েরা। টপ অর্ডার ব্যাটার সোবহানা মোস্তারি ৫৭ রানে অপরাজিত থাকলেও ফারজানা হক ৪৮ এবং রিতু মনি ৩৪ রান করে আউট হন। মূল টুর্নামেন্টের আগে নিজেদের ভুলত্রুটি শুধোরে নিতে আজ পাকিস্তান দলের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ আছে নিগার সুলতানাদের।

মন্তব্য

ডার্বি ড্র

শেয়ার
ডার্বি ড্র

প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই থেকে অনেক আগেই ছিটকে গেছে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের লক্ষ্য এখন সেরা চারে থেকে লিগ শেষ করে আগামী বছর চ্যাম্পিয়নস লিগে খেলা। ডার্বিতে ড্র করে তারা ধাক্কা খেয়েছে এই স্বপ্নেও। ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যানসিটি।

৫১ পয়েন্ট নিয়ে লিগে তারা আছে পাঁচে। এপি

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ