হাঙ্গেরির সিক্স ডেজ বুদাপেস্ট গ্র্যান্ডমাস্টার দাবায় সপ্তম হয়েছেন ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার। ৯ খেলায় ৪ পয়েন্ট পেয়েছেন তিনি। গতকাল শেষ খেলায় তাহসিন ড্র করেছেন স্বাগতিক গ্র্যান্ডমাস্টার গার্গলি একসেলের সঙ্গে। টুর্নামেন্টে তাহসিনের এটি টানা দ্বিতীয় ড্র।
অষ্টম রাউন্ডেও পয়েন্ট ভাগাভাগি করেছিলেন তিনি আরেক হাঙ্গেরিয়ান গ্র্যান্ডমাস্টার ডেভিড বারসেজের সঙ্গে।
তাহসিন ৯ খেলায় মুখোমুখি হওয়া তিন গ্র্যান্ডমাস্টারের দুজনের কাছ থেকে পয়েন্ট কাড়লেও হেরেছেন দুজন ফিদে মাস্টারের কাছে। ভারতীয় ফিদে মাস্টারের কাছে হার দিয়ে শুরু তাঁর। পরের দুই ম্যাচে অবশ্য টানা জয় তুলে নিয়েছেন একজন যুক্তরাষ্ট্রের, একজন আন্তর্জাতিক মাস্টার ও সুইডিশ ফিদে মাস্টারের বিপক্ষে।
তৃতীয় ম্যাচটি জিতেছেন তিনি ষষ্ঠ রাউন্ডে ভারতেরই ফিদে মাস্টার জেকে শান্তির বিপক্ষে। ৯ খেলায় মোট ৩ জয় ও ২ ড্র তাহসিনের।