ক্রীড়া প্রতিবেদক : স্কটল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখেছেন বাংলাদেশ নারী দলের ব্যাটাররা। গতকাল পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষেও রানের দেখা পেয়েছেন ফারজানা হক, নিগার সুলতানারা। ব্যাটারদের কল্যাণে অনানুষ্ঠানিক দুই ম্যাচে জয় দিয়ে ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব শুরু করবেন মেয়েরা। তবু আগামীকাল মূল পর্বে নামার আগে ব্যাটিং নিয়ে যত চিন্তা বাংলাদেশ অধিনায়কের।
গতকাল আইসিসির এক বিবৃতিতে নিগার বলেছেন, ‘আমরা জানি, পাকিস্তানে ব্যাটিং সহায়ক উইকেট থাকবে। এখানে যদি আমরা দল হিসেবে ভালো করতে পারি বিশেষ করে ব্যাটিং বিভাগ রান করতে পারে, তাহলে আমাদের কাজ সহজ হয়ে যাবে। আমি বিশ্বাস করি, আমাদের বোলাররা ভালো করবে।’
অনেক দিন ধরে ব্যাট হাতে ধারাবাহিকতার অভাবে ভুগছেন বাংলাদেশের ব্যাটাররা।
পাকিস্তানে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে গিয়ে অবশ্য সেই খরা কেটেছে। স্কটল্যান্ডের বিপক্ষে ৪৮ রানে আউট হওয়া ওপেনার ফারজানা গতকাল লাহোরে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৫০ রান করে অন্য ব্যাটারদের সুযোগ দিতে স্বেচ্ছায় ব্যাটিং ছাড়েন। অধিনায়ক নিগার খেলেন ৭০ রানের ইনিংস। এ ছাড়া আট নম্বরে নামা দিলারা আক্তার ১৭ বলে ২৯ এবং ১১ নম্বরে ব্যাট করা জান্নাতুল ফেরদৌস ৩৪ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এতে ২৭৬ রানের বিশাল পুঁজি পায় বাংলাদেশ।
নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্য তাড়ায় নামা স্বাগতিকদের ১০৯ রানে গুটিয়ে দেন রাবেয়া খান, মারুফা আক্তাররা। এতে ১৬৭ রানের বিশাল জয় পায় বাংলাদেশ। এর আগে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারান নিগাররা।