<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম হলেও এখানকার রাষ্ট্রব্যবস্থায় বৈষম্য ও অস্থিরতা বিদ্যমান। দীর্ঘ আন্দোলনের ফলে স্বৈরাচারী শাসনের পতন ঘটলেও রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং শিক্ষা খাতে এখনো টালমাটাল পরিস্থিতি বিরাজমান। অন্তর্বর্তী সরকার কিছু পদক্ষেপ নিলেও মৌলিক পরিবর্তন অপরিহার্য।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি এমন এক রাষ্ট্র কল্পনা করি, যেখানে নৈতিকতা, মানবিকতা, ন্যায়বিচার, সমতা এবং স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত হবে। নারীর ক্ষমতায়ন হবে, তবে তা পুরুষের শোষণের মাধ্যমে নয়। সমাজে দারিদ্র্যের শিকার কেউ হবে না, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হবে। ধর্মভিত্তিক রাজনীতির পরিবর্তে মানবিক মূল্যবোধকে প্রাধান্য দেওয়া হবে। সরকারের ভূমিকা হবে নমনীয়, প্রয়োজনমতো কঠোরতা ও মানবিকতা প্রদর্শন। বিরোধী দলকে শোষণ না করে, সব দলের মূল লক্ষ্য হবে রাষ্ট্রের উন্নয়ন। একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক সংবিধানের মাধ্যমে জাতি, ধর্ম, লিঙ্গ বা অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে বৈষম্য দূর হবে। বিনা মূল্যে মানসম্মত শিক্ষা ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। সম্পদের সুষম বণ্টন, সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থান সৃষ্টি করে অর্থনৈতিক সমতা আনা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। নারীর ক্ষমতায়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিতের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। গণতান্ত্রিক রাজনীতিতে জবাবদিহি প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি থাকবে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক নীতি থাকবে। এসব লক্ষ্য অর্জনের মাধ্যমে বাংলাদেশ হবে সুশাসিত, ন্যায়ভিত্তিক এবং মানবিক রাষ্ট্রের দৃষ্টান্ত। সবার লক্ষ্য হোক বাংলাদেশের উন্নয়ন।</span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেখক : শিক্ষার্থী, খুলনা বিশ্ববিদ্যালয়</span></span></span></span></p>