<p> গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বালারগাতি গ্রামে আগুন লেগে পাঁচটি বসতঘরসহ ১২টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে আগুন লাগে। টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।</p> <p> স্থানীয় সূত্রে জানা গেছে, বালারগাতি গ্রামের পরিতোষ সিংহের ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।</p> <p> পরে একে একে প্রভাষ সিংহ, মনমথ সিংহ, শ্যামল সিংহ ও প্রদীপ সিংহের পাঁচটি বসতঘরসহ ১২টি ঘর ও ঘরের মধ্যে থাকা ধান, টাকা ও আসবাবপত্র পুড়ে যায়।</p> <p> টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল আল রাজিব বলেছেন, ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। তবে ক্ষতিগ্রস্তদের সব কিছুই পুড়ে গেছে।</p> <p>  </p> <p>  </p>