ঈদের আনন্দ ছোটদেরই বেশি থাকে। এই আনন্দে বাড়তি আমেজ যোগ করে ঈদের নতুন জামা। আরাম ও ফ্যাশন দুদিকই প্রাধান্য পেয়েছে ছোটদের পোশাকে। খোঁজ নিয়েছেন আহমেদ ইমরান
শেয়ার
ছোটদের পাঞ্জাবি, শার্ট, ফ্রক ও টপের ম্যাটেরিয়ালে প্রথমে আরামের দিকটাই প্রাধান্য দিয়েছে ব্র্যান্ডগুলো। পাঞ্জাবির গলায় হাতের কাজ, শার্টে ফুলেল নকশা, মেয়েদের ফ্রক ও টপে হাতের কাজের সাহায্যে নকশা ফুটিয়ে যোগ করা হয়েছে উৎসবের আমেজ। পোশাক : লা রিভ; ছবি : সুমন ইসলাম আকাশ
রমজানে ইফতার ও সাহরিতে বাহারি আয়োজন করে তারকা হোটেলগুলো। বাড়িতেও তৈরি করতে পারেন এসব খাবার। পাঁচটি রেসিপি দিয়েছেন ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের পরিচালক [ফুড অ্যান্ড বেভারেজ] এ টি এম আহমেদ হোসেন