এবারের ঈদুল ফিতরে জনপ্রতি সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা এবং সর্বোচ্চ দুই হাজার ৮০৫ টাকা। ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত সভায় ফিতরার এই পরিমাণ চূড়ান্ত করা হয়।
ইসলাম ধর্মে আর্থিকভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলিমের জন্য ফিতরা আদায় করা বাধ্যতামূলক।
ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয় পাঁচটি পণ্যের বাজার দরের ভিত্তিতে। এগুলো হলো আটা, যব, কিশমিশ, খেজুর ও পনির। ফিতরা আদায়ের জন্য এই পণ্যগুলোর যেকোনো একটি বেছে নেওয়া যায়।
ফিতরার পরিমাণ
আটা দিয়ে ফিতরা : এক কেজি ৬৫০ গ্রাম বা এর বাজারমূল্য ১১০ টাকা।
যব দিয়ে ফিতরা : তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ৫৩০ টাকা।
খেজুর দিয়ে ফিতরা : তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য দুই হাজার ৩১০ টাকা।
কিশমিশ দিয়ে ফিতরা : তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য এক হাজার ৯৮০ টাকা।
পনির দিয়ে ফিতরা : তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য দুই হাজার ৮০৫ টাকা।
দেশের বিভিন্ন বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিশমিশ ও পনিরের বাজারমূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে। মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপযুক্ত পণ্যগুলোর যেকোনো একটি পণ্য বা এর বাজারমূল্য দ্বারা সাদাকাতুল ফিতরা আদায় করতে পারবেন।
ফিতরার তাৎপর্য
ফিতরা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা ঈদুল ফিতরের নামাজের আগে আদায় করতে হয়। এটি গরিব-দুঃখী ও অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দেয়। ফিতরা আদায়ের মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার হয়।
কী দিয়ে ফিতরা দেবেন?
আপনি যদি আটা দিয়ে ফিতরা দিতে চান, তাহলে এক কেজি ৬৫০ গ্রাম আটা বা এর বাজারমূল্য ১১০ টাকা দিতে পারেন। আবার যদি খেজুর বা কিশমিশ দিয়ে ফিতরা দিতে চান, তাহলে তিন কেজি ৩০০ গ্রাম খেজুর বা কিশমিশ অথবা এর বাজারমূল্য আদায় করতে পারেন। পনির দিয়ে ফিতরা দিতে চাইলে তিন কেজি ৩০০ গ্রাম পনির বা দুই হাজার ৮০৫ টাকা দিতে হবে।