<p style="text-align:justify">বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রশাসন, ভোক্তা অধিকার, ছাত্র ও রাজনৈতিক প্রতিনিধির সমন্বয়ে দেশের সকল পাইকারি বাজার পরিচালনায় নতুন কমিটি গঠন করতে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।</p> <p style="text-align:justify">বৃহস্পতিবার এনডিপির এক সভায় দ্রব্যমূল্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এনডিপির দপ্তর সম্পাদক জাহিদ হাসান সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিশ্ববাজারে সোনার দামের রেকর্ড বৃদ্ধি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/17/1729175727-9722c8cccf2573e13d4b0465417833f0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিশ্ববাজারে সোনার দামের রেকর্ড বৃদ্ধি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/10/17/1436198" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এনডিপি সভাপতি কে এম আবু তাহেরের সভাপতিত্বে ও মহাসচিব আবদুল্লাহ-আল-হারুনের (সোহেল) সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মিজানুর রহমান পাটোয়ারী, ঢাকা জেলা সভাপতি আব্দুল আজিজ, সহ-সভাপতি রফিকুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দা ফৌজিয়া, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হাওলাদার, সহ সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান সুমন, যুগ্ম-মহাসচিব জুয়েল রানা, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, প্রচার সম্পাদক সাকিব হাসান, নির্বাহী সদস্য মোহাম্মদ নাঈম প্রমুখ।</p> <p style="text-align:justify">এনডিপি সভাপতি কে এম আবু তাহের বলেন, ‘এই সরকার ১৮ কোটি মানুষের আন্দোলনের ফসল; যে আন্দোলনে চূড়ান্ত নেতৃত্ব দিয়েছেন ছাত্র-জনতা ও রাজনৈতিক প্রতিনিধিরা। তাই অন্তর্বর্তীকালীন এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। এই সরকার ব্যর্থ হওয়া মানে শেখ হাসিনার কুট কৌশলের নিকট ১৮ কোটি মানুষ ব্যর্থ হওয়া; এই সরকার ব্যর্থ হওয়া মানে অনৈতিকতার নিকট নৈতিকতার পরাজয় হওয়া। তাই সরকারকে আহ্বান জানাবো দুর্বৃত্তদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নিতে হবে। যত অশুভ শক্তি আসবে আমরা রাস্তায় থেকে ছাত্র জনতাকে নিয়ে সরকারের হাতকে শক্তিশালী করব।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জাতির পিতা কোনো বিতর্কিত ব্যক্তি হতে পারে না : মামুনুল হক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/17/1729175080-842371277440777cfc68f68d49c06ac7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জাতির পিতা কোনো বিতর্কিত ব্যক্তি হতে পারে না : মামুনুল হক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/10/17/1436196" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এনডিপি মহাসচিব আবদুল্লাহ-আল-হারুন (সোহেল) বলেন, ‘ছাত্র জনতার সফল গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দেশে কিছু মাথার পরিবর্তন হয়েছে। কিন্তু নিচের দিকে শেখ হাসিনার অনেক প্রেতাত্মা বসে আছেন, যাদের জন্য বাজার এখনো অস্থির। তাই লাগামহীন দ্রব্যমূল্যে মানুষ দিশেহারা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণ হলো এখনো পাইকারি বাজারে আগের সিন্ডিকেট বসে আছে।’</p> <p style="text-align:justify">অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করে তিনি বলেন, ‘দেশের মানুষকে বাঁচান। দেশের সকল পাইকারি বাজারে আগে যেসব কমিটি ছিল তারা এখনো থাকলে তাদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করুন। ভোক্তা অধিকার, আইন শৃংখলা বাহিনী ও সর্বদলীয় লোক দিয়ে নতুন কমিটিকে দায়িত্ব ও সময় বেঁধে দিন। যারাই বাজার বা দোকান বন্ধ রাখবেন তাদের আটক করুন। আমরা প্রয়োজন কম খাব, কিন্তু এই সিন্ডিকেটের একটা স্থায়ী সমাধান করতে হবে।’</p>