<p style="text-align:justify">বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ৪৩ তম বিসিএসের নিয়োগ প্রজ্ঞাপন বাতিলসহ ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস পরীক্ষার সব প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছেন। তার দল পুলিশের ৮০৩ সাব-ইন্সপেক্টর ও ৬৭ এএসপির নিয়োগ বাতিলেরও দাবি জানিয়েছে।</p> <p style="text-align:justify">বিএনপির দাবির বিষয়ে সরকারের মনোভাব কী, জানতে চাইলে রিজওয়ানা হাসান বলেন, ‘তারা যে দাবি জানিয়েছেন, তা তারা করতেই পারেন। তা অনেক বড় দাবি। উপদেষ্টা পরিষদে না বসে, কথা না বলে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এর জন্য অপেক্ষা করতে হবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৮০৩ এসআই ও ৬৭ এএসপির নিয়োগ বাতিলের দাবি বিএনপির" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/17/1729162813-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৮০৩ এসআই ও ৬৭ এএসপির নিয়োগ বাতিলের দাবি বিএনপির</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/10/17/1436134" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  </p> <p style="text-align:justify">উপদেষ্টা পরিষদের পরিধি বাড়ানো বা রদবদল প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, আজ উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়নি। এর অর্থ এই নয় পরিধি বাড়বে না। পরিধি বাড়ানো বা রদবদল সবটাই নির্ভর করছে প্রধান উপদেষ্টা ইচ্ছার ওপর।</p> <p style="text-align:justify">সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম উপস্থিত ছিলেন।<br />  </p>