<p style="text-align:justify">ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের ভৈরব হাজী আসমত কলেজ মাঠে এক গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।</p> <p style="text-align:justify">বিএনপি, ইসলামী ঐক্যজোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, এলডিপি, এনবিপি, এবি পার্টিসহ সব রাজনৈতিক দলের উদ্দেশ্য মামুনুল হক বলেন, ‘আমাদের পারস্পারিক প্রতিযোগিতার সময় এখনো অনেক বাকি। আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরস্পরের বিরুদ্ধে সকল প্রকার প্রতিযোগিতামূলক কার্যক্রম বন্ধ করে ঐক্য ও সংহতিকে মজবুত করতে হবে।’</p> <p style="text-align:justify">অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে মামুনুল হক বলেন, ইতোমধ্যে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ইন্টারপুলে রেড অ্যালার্ট জারি করে শেখ হাসিনাকে ধরে এনে মীর মুগ্ধ-আবু সাঈদের হত্যার বিচার বাংলার মাটিতে করতে হবে।</p> <p style="text-align:justify">২০১৩, ২০২১ ও ২০২৪ সালের গণহত্যার বিচার দাবি এবং নৈরাজ্যের বিরুদ্ধে জাগরণ সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এ গণ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব-১ মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব-২ মাওলানা আব্দুল আজিজ। </p> <p style="text-align:justify">বাংলাদেশ খেলাফত মজলিশ ভৈরব উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা আব্দুল্লাহ আল আমীনের সভাপতিত্বে সমাবেশের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন। এছাড়াও সমাবেশে নরসিংদী, ব্রাক্ষ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার নেতারাসহ ভৈরবের কয়েক হাজার তৌহিদি জনতা অংশগ্রহণ করেন।</p>