পুঁজিবাজারে দুই দিনে ‘নেই’ ১১ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পুঁজিবাজারে দুই দিনে ‘নেই’ ১১ হাজার কোটি টাকা
পুঁজিবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে গতকাল মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে মানববন্ধন করে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। ছবি : কালের কণ্ঠ

অব্যাহত পতন থেকে বের হতে পারছে না পুঁজিবাজার। সপ্তাহের প্রথম দুই কার্যদিবসেই বাজার থেকে উধাও হয়ে গেছে প্রায় ১১ হাজার কোটি টাকার মূলধন। এ নিয়ে গত দুই মাসে বাজার ৪২ হাজার ৫২৬ কোটি ৭২ লাখ টাকার মূলধন হারিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার এক দিনেই ডিএসই পাঁচ হাজার ২৪৩ কোটি ৯৮ লাখ টাকার মূলধন হারিয়েছে। আগের দিন বাজার মূলধন কমেছিল পাঁচ হাজার ৪৮৫ কোটি ২৯ লাখ টাকা।

টানা দর পতনে বিনিয়োগকারী ও মধ্যবর্তী প্রতিষ্ঠানগুলোর মধ্যে উদ্বেগ, আতঙ্ক ও হতাশা বাড়ছে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১০ সালের ধস ও পরবর্তী ১৪ বছরের নিম্নমুখী ধারায় পুঁজিবাজারের সব শ্রেণির বিনিয়োগকারী ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত।

এমন অবস্থায় ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগের দুঃশাসনের অবসান ঘটলে বিনিয়োগকারীরা নতুন আশায় বুক বেঁধেছিলেন। 

তাঁরা আশা করেছিলেন, অনেক রক্তের বিনিময়ে পাওয়া নতুন পরিবেশে পুঁজিবাজার তার স্বাভাবিক গতি ফিরে পাবে। কিন্তু ঘটছে তার উল্টো।

বাজার পরিস্থিতি

রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনে সূচক কমেছে ১৪৯ পয়েন্ট, যা ছিল গত চার বছরের মধ্যে সর্বোচ্চ।

গতকাল সোমবার পতন হয়েছে আরো প্রায় ৬৭ পয়েন্ট। এ নিয়ে ১২ আগস্ট থেকে ডিএসইর সূচক লাপাত্তা হয়ে গেল ১১৪৭ পয়েন্ট। 

গতকালের পতনের পর ডিএসইর প্রধান সূচক নেমে গেছে ৪৮৯৮ পয়েন্টে, যা গত প্রায় চার বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২০ সালের ৩০ অক্টোবর ডিএসইর প্রধান সূচক ছিল ৪৮৬৬ পয়েন্ট। অর্থাত্ গত তিন বছর ১১ মাসের মধ্যে বর্তমানে  শেয়ারবাজারের সূচক সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

বিনিয়োগকারীদের বিক্ষোভ

অব্যাহত দর পতনের প্রতিবাদে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতৃত্বে সাধারণ বিনিয়োগকারীরা।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরাতন ভবনের সামনে সংগঠনটির নেতারাসহ সাধারণ বিনিয়োগকারীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করছেন।

বিক্ষোভকালে বিনিয়োগকারীরা বলেন, ‘২০১০ সালেও আমরা এতটা ক্ষতিগ্রস্ত হয়নি, যা গত আড়াই মাসে হয়েছি। ২০১০ সালে শেয়ারের দাম কমেছিল। কিন্তু এখন পরিস্থিতি এতটাই খারাপ যে শেয়ারের দাম ফেসভ্যালু ১০ টাকার নিচে নেমে এসেছে। এতে আমরা নিঃস্ব হয়ে গেছি।’

তাঁরা বলেন, ‘পরিবার-পরিজন নিয়ে আমরা ঠিকমতো জীবন যাপন করতে পারছি না। বর্তমান বিএসইসির কমিশনের প্রতি বিনিয়োগকারীদের কোনো আস্থা নেই। তাই আমরা দ্রুত বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছি।’

বিনিয়োগকারীরা আরো বলেন, ‘গত দুই মাসের টানা দরপতনের ফলে আমাদের বিনিয়োগকৃত অর্থের ৭০ শতাংশ কমে গেছে। আমরা সবাই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমরা এখানে ভিক্ষা করতে আসিনি। এখন পুঁজি হারিয়ে আমরা নিঃস্ব।’

টানা পতনের কারণ খুঁজতে তদন্ত কমিটি

পুঁজিবাজারে টানা দরপতনের কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশন (বিএসইসি)।

এই কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থার মুখপাত্র ও নির্বাহী পরিচালক রেজাউল করিম।

তিনি বলেন, ‘বাজার পতনের নেপথ্য কারণ বের করে প্রতিবেদন দেবে চার সদস্যের কমিটি।’

রবিবার রাতে গঠিত এই কমিটির সদস্যরা হলেন বিএসইসির পরিচালক মোহাম্মদ শামছুর রহমান, উপপরিচালক মোহাম্মদ ওরাইছুল হাসান রিফাত, ঢাকা স্টক এক্সচেঞ্জের সহকারী মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সহকারী মহাব্যবস্থাপক কাজী মিনহাজ উদ্দিন।

সম্প্রতি টানা পতনের কারণ অনুসন্ধান, বাজার নিয়ে গুজব ছড়ানো ব্যক্তিদের শনাক্ত করা, বাজার পতনে অনুঘটক হিসেবে কী কাজ করছে তা শনাক্ত করা এবং বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কমিশনের করণীয় সুপারিশ আকারে জানাতে হবে এই কমিটিকে।

বাজার পরিস্থিতি ও পতন ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থার নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘বর্তমানে বাজারে মূল্য আয় অনুপাত সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এ অবস্থায় বাজারে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির বিনিয়োগ বাড়বে বলে আমরা আশা করছি।’

মন্তব্য

সম্পর্কিত খবর

সবজিতে স্বস্তি, কমেছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সবজিতে স্বস্তি, কমেছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম
ছবি: ফোকাস বাংলা

সরবরাহ বাড়ায় বাজারে কম দামে পাওয়া যাচ্ছে সব ধরনের সবজি। ফলে ইচ্ছে মতো সবজি কিনতে পারছেন ক্রেতারা। সেই সঙ্গে ফার্মের মুরগির ছাড়া ব্রয়লার ও সোনালির দাম কেজিতে ১০-২০ টাকা কমেছে। 

আরো পড়ুন
ফরিদপুরে প্রকাশ্যে কুড়াল দিয়ে যুবককে কুপিয়ে জখম

ফরিদপুরে প্রকাশ্যে কুড়াল দিয়ে যুবককে কুপিয়ে জখম

 

শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দুই সপ্তাহ আগে ২০০-২১০ টাকা দামে বিক্রি হওয়া ব্রয়লার মুরগি ১৮০-১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সোনালি মুরগির দামও প্রতি কেজিতে প্রায় ২০ টাকা কমেছে। গত সপ্তাহে প্রতি কেজি সোনালির দাম ছিল ৩০০-৩৩০ টাকা। এ সপ্তাহে ২৮০-৩১০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে অপরিবর্তিত রয়েছে ফার্মের মুরগির ডিমের দাম।
 

এদিকে ভোক্তাদের স্বস্তির জায়গা সবজির বাজার। এ ছাড়া শীত মৌসুম থাকায় সবজির দাম বেশ ভালো। ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে। সপ্তাহ ব্যবধানে আলুর দাম আরো কমেছে।

বাজারভেদে এক কেজি আলু বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুসারে, গত এক মাসের ব্যবধানে অর্ধেকে নেমে এসেছে আলুর দাম। গত বছরের তুলনায়ও আলুর দাম এখন কম। 

আরো পড়ুন
মালিতে ভূমিধসে চাপা পড়েছে বেশ কয়েকজন খনি শ্রমিক, বেশিরভাগ নারী

মালিতে ভূমিধসে চাপা পড়েছে বেশ কয়েকজন খনি শ্রমিক, বেশিরভাগ নারী

 

বাজার ঘুরে দেখা যায়, শীতের সবজির মধ্যে বর্তমানে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, শালগম, মুলা প্রভৃতি পণ্যের চাহিদা বেশি। বাজারভেদে প্রতিটি ফুলকপি ১৫-২০ টাকা, বাঁধাকপি ও ব্রকলি ২৫-৩০ টাকায় বিক্রি হয়েছে।

এ ছাড়া প্রতিকেজি মুলা ২০ টাকা, মিষ্টিকুমড়া, শালগম ও পেঁয়াজ কলি ৩০-৩৫ টাকা, শিম ২০-৪০ টাকা, শসা, বেগুন, টমেটো ও লাউ ৩০-৬০ টাকা, পেঁপে ৪০-৫০ টাকা এবং কাঁচামরিচ ৪০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির দাম নিয়ে বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ বাড়ায় বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মধ্যে সবজির দাম খুব কম। ক্রেতারা ইচ্ছে মতো সবজি কিনতে পারছেন। এতে করে বিক্রিও বেড়েছে দ্বিগুণ। 

আরো পড়ুন
নারী কর্মী নিয়োগে প্রতারণা, সতর্ক করল হাইকমিশন

নারী কর্মী নিয়োগে প্রতারণা, সতর্ক করল হাইকমিশন

 

বাজার করতে আসা ক্রেতারা জানিয়েছেন, শীত মৌসুম হওয়ায় সবজির দাম কম থাকলেও শীত শেষ হলে দাম আবাও চড়া হবে। সেজন্য বাজার নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপ নিতে হবে। নিয়মিত মনিটরিং করলেও সাধারণ ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কিনতে পারবেন। 

অন্যদিকে অপরিবর্তিত রয়েছে মাছের দাম। প্রতি কেজি কই (চাষের) ২৮০ টাকা, তেলাপিয়া ২৫০ টাকা, পাঙাশ ২২০ টাকা, রুই ৩৫০-৩৮০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া এক কেজি আকারের ইলিশের দাম রাখা হচ্ছে ২৭০০-২৮০০ টাকা।

মন্তব্য

‘টিকিট ব্লক’ শূন্যের কোটায়, দাবি বিমানের এমডির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
‘টিকিট ব্লক’ শূন্যের কোটায়, দাবি বিমানের এমডির
সংগৃহীত ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে আগাম সিট বুকিং, টিকেট ব্লকিংসহ কৃত্রিম মজুদ শূন্যের কোটায় নামিয়ে আনা হয়েছে বলে দাবি করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাফিকুর রহমান।

তিনি বলেন, টিকেটিং নিয়ে কারসাজির অভিযুক্তদের বিষয়ে তথ্য পেলেই তাদের সংশ্লিষ্ট বিভাগ থেকে সরিয়ে দেওয়া হয়।

বিমানের বলাকা কার্যালয়ে বুধবার (২৯ জানুয়ারি) এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) কার্যনির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাম্প্রতিককালে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের প্লেনের টিকিট ব্লকিং ও কৃত্রিম মজুদের বিষয়ে এমডি বলেন, বিমানে বর্তমানে আগাম সিট বুকিং বা টিকেট ব্লকিং শূন্যের কোঠায়।

বিষয়টি আমি নিজে মনিটরিং করি। এটা নিয়ে আগে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ছিল। অভিযুক্তদের টিকেটিংয়ের দায়িত্ব থেকে সরিয়ে অন্য বিভাগে পাঠানো হয়েছে।

আরো পড়ুন
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় ৫ ফেব্রুয়ারি

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় ৫ ফেব্রুয়ারি

 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যাগেজ ব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, আমরা ব্যাগেজ ব্যবস্থাপনা আরো উন্নত করার চেষ্টা করছি।

ব্যাগেজের বিষয়ে কোন অভিযোগ আসলে আমরা সঙ্গে সঙ্গে আমলে নিয়ে কাজ করি। তবে আমাদের অবকাঠামোগত কিছু সীমাবদ্ধতা রয়েছে। আশা করি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অপারেশন শুরু হলে আরও ব্যাগেজ ব্যবস্থাপনা আরও ভালো হবে।

তিনি বলেন, ব্যাগেজ ব্যবস্থাপনা প্রক্রিয়া স্বচ্ছ রাখতে সংশ্লিষ্ট বিভাগের বিমানকর্মীদের গায়ে বডিওর্ন ক্যামেরা থাকে।

ব্যাগেজ হ্যান্ডেলিংয়ের ডিউটিতে প্রবেশে সময় তারা ক্যামেরা লাগায়। ডিউটি শেষে ফেরার সময় তারা ক্যামেরা ফেরত দেয়। নজরদারি বাড়াতে নতুন আরও ১৫০ টি ক্যামেরা কেনা হয়েছে।

বিমানের হজ ফ্লাইটের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, বর্তমানে বিমানের বহরে যতগুলো এয়ারক্রাফট রয়েছে তা নিয়ে নির্বিঘ্নে শিডিউল ফ্লাইট পরিচালনা করা যাচ্ছে। তবে হজ মৌসুমে এয়ারক্রাফটের চাহিদা বেশি থাকবে।

সেক্ষেত্রে ২/১ টি রুটের ফ্লাইট সংখ্যা কমিয়ে সেই এয়ারক্রাফটগুলো দিয়ে হজ ফ্লাইট পরিচালনা করা হবে। আমরা আশা করছি বরাবরের মতো এবারও হাজিরা নির্বিঘ্নে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চড়ে পবিত্র হজ পালন করবেন।

বিমানের ফ্লাইট ডিলে শূন্যের কোটায় আনা, ক্রুসহ কর্মীদের আচার-ব্যবহার আরও নমনীয় করতে ও বিমানকে আরও যাত্রীবান্ধব করতে সর্বাত্মক প্রচেষ্টা করা হচ্ছে বলে জানান বিমানের এমডি ও সিইও।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি বিমানকে আরও যাত্রীবান্ধব করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন। 

এসময় এটিজেএফবির কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব, যুগ্ম সম্পাদক মো. শফিউল্লাহ সুমন, অর্থ সম্পাদক মাহফুজ কামাল বাবু, সাংগঠনিক সম্পাদক জুলহাস কবীর ও আদনান রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলতাব হোসেন, দপ্তর সম্পাদক নিয়ামুল আজিজ সাদেক, কার্যনির্বাহী কমিটির সদস্য মুক্তাদির রশিদ রোমিও, মাসুদ রুমী, রাশিদুল হাসান, খালিদ আহসান ও গোলাম মর্তুজা অন্তু এবং সিনিয়র সদস্য আজাদ সোলাইমান, বিমানের মহাব্যবস্থাপক-জনসংযোগ বোসরা ইসলাম উপস্থিত ছিলেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সৌদিয়া এয়ারলাইনসের যাত্রী বেড়েছে ১৫ শতাংশ

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
সৌদিয়া এয়ারলাইনসের যাত্রী বেড়েছে ১৫ শতাংশ

সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা ‘সৌদিয়া’ ২০২৪ সালে তুমুল সাফল্য পেয়েছে। গত বছর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে মোট সাড়ে তিন কোটি মানুষকে যাত্রীসেবা দেয় সৌদিয়া এয়ারলাইনস। 

২০২৩ সালের তুলনায় যা ১৫ শতাংশ বেশি। এ ছাড়া তারা এক লাখ ৯৩ হাজারটি ফ্লাইট পরিচালনা করে।

২০২৩ সালের চেয়ে যা ১০ শতাংশ বেশি।

আরো পড়ুন
বৈষম্যবিরোধী কমিটিতে নাম কে দিল, জানেন না ৩ ছাত্রী

বৈষম্যবিরোধী কমিটিতে নাম কে দিল, জানেন না ৩ ছাত্রী

 

এয়ারলাইনসটির আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের হার বেড়েছে ১৬ শতাংশ। ট্রানজিটকালীন যাত্রী বেড়েছে ১৮ শতাংশ। গত বছর তাদের ট্রানজিট যাত্রীর সংখ্যা ছিল ৯৩ লাখের বেশি।

নির্ধারিত ও অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার মাধ্যমে দুই কোটি যাত্রীকে সেবা দিয়েছে এয়ারলাইনসটি। ২০২৩ সালের তুলনায় যা ১৬ শতাংশ বেশি।

সৌদিয়া তাদের বহরে আরো ১৮টি নতুন বিমান যোগ করবে। এতে বাংলাদেশের সঙ্গেও যোগাযোগ আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

হজ ও ওমরাহ পালনে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি দেশটিতে ভ্রমণ করে থাকেন। শ্রমিক হিসেবেও অনেক মানুষ সৌদি আরবে যান। সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ প্রকল্প ঘিরে প্রচুর মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এতে উল্লেখযোগ্য পরিমাণ অংশগ্রহণ থাকবেন বাংলাদেশিদের।
 

মন্তব্য

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ রবিবার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ রবিবার
ফাইল ছবি

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের জন্য এলপি গ্যাসের মূল্য রবিবার (২ ফেব্রুয়ারি) নির্ধারণ করা হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রবিবার বিকেল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা দেওয়া হবে। সৌদি আরামকো ঘোষিত ফেব্রুয়ারি মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করবে কর্তৃপক্ষ।

জানুয়ারি মাসের জন্য এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে গত বছরের ১৪ জানুয়ারি এই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা পুনর্নির্ধারণ করা হয়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ