বিএনপি-জামায়াতকে কড়া হুঁশিয়ারি শিবির নেতার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বিএনপি-জামায়াতকে কড়া হুঁশিয়ারি শিবির নেতার
ছবি ভিডিও থেকে নেওয়া।

পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে আজ শুক্রবার সারা দেশের ন্যায় চট্টগ্রাম নগরীতে গণমিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এদিন জুমার নামাজ শেষে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি ও জামায়াতকে কড়া হুশিয়ারি দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম। 

বিএনপি-জামায়াতকে নিয়ে সমালোচনা করে দেওয়া শিবির নেতার বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

আরো পড়ুন
আল বদর নিয়ে ঠাট্টা-মস্করা একদম ভালো লাগছে না : রনি

আল বদর নিয়ে ঠাট্টা-মস্করা একদম ভালো লাগছে না : রনি

 

বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বলেন, ছাত্রশিবির স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভয় পায়নি, আগামীতেও পাবে না। একইসঙ্গে বর্তমান সময়ে বিএনপি ও জামায়াতে ইসলামীকে সতর্ক করতে চাই- কোনো সন্ত্রাসী গ্রেপ্তার হওয়ার পরে আপনারা যে সুপারিশ করেন, এটা বন্ধ করেন। আপনাদের পক্ষ থেকে কোনো সন্ত্রাসীর পক্ষে সুপারিশ আমরা আশা করি না। 

বিএনপি-জামায়াতের উদ্দেশে তিনি আরো বলেন, আমরা এ রকম কোনো নমনীয়তা প্রত্যাশা করি না।

আপনাদের নমনীয়তা ও সুশীলতার কারণে বর্তমান সরকার একটি নির্বাচনের সরকার হয়ে যাচ্ছে, বিপ্লবী সরকার হচ্ছে না। আমরা এ সরকারকে বিপ্লবী সরকার হিসেবে দেখতে চাই।
 

মন্তব্য

জিয়া প্রজন্ম দল নিয়ে যা বলল বিএনপি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
জিয়া প্রজন্ম দল নিয়ে যা বলল বিএনপি
সংগৃহীত ছবি

জিয়া প্রজন্ম দল নামের সংগঠনটি ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।

সোমবার (৩ মার্চ) দলটির সহ-দফতর সম্পাদক অ্যাড. মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জিয়া প্রজন্ম দল নামে একটি ভুয়া সংগঠনের মহাসচিব হিসেবে মো. সারোয়ার হোসেন রুবেল নানা ধরনের অপকর্মে লিপ্ত রয়েছে। সম্প্রতি বিএনপির বর্ধিত সভায় অংশগ্রহণের জন্য তিনি ভুয়া পরিচয়পত্র তৈরি করে সভাস্থলে প্রবেশের চেষ্টা করেছেন।

আরো বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে উল্লিখিত মো. সারোয়ার হোসেন রুবেলের কোন সম্পর্ক নেই।

প্রাসঙ্গিক
মন্তব্য

সরকারি প্রতিষ্ঠানগুলো এখনও পুরোপুরি কার্যকর হয়নি : রিজভী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সরকারি প্রতিষ্ঠানগুলো এখনও পুরোপুরি কার্যকর হয়নি : রিজভী

বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনসহ সব সরকারি প্রতিষ্ঠানগুলো এখনও পুরোপুরি কার্যকর হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

সোমবার (৩ মার্চ) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনি এ মন্তব্য করেন। 

আরো পড়ুন
আলমসাধু-পাখিভ্যান সংঘর্ষ : মায়ের মৃত্যু, হাসপাতালে মেয়ে

আলমসাধু-পাখিভ্যান সংঘর্ষ : মায়ের মৃত্যু, হাসপাতালে মেয়ে

 

রিজভী বলেন, সংস্কারের জন্য যেসব কমিশন গঠন হয়েছিল, সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছে প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করার লক্ষ্যে।

নির্বাচনের অবাধ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, জনগণ এখন নির্বাচন চায়। দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান সবার। 

মন্তব্য

অমর্ত্য সেনের বক্তব্যের জবাবে যা বললেন জামায়াত আমির

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
অমর্ত্য সেনের বক্তব্যের জবাবে যা বললেন জামায়াত আমির
সংগৃহীত ছবি

অর্থনীতিতে নোবেল বিজয়ী অমর্ত্য সেন সম্প্রতি ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশে চলমান পরিস্থিতি কথা বলেছেন। ওই সাক্ষাৎকারে অমর্ত্য সেন বাংলাদেশ সেনাবাহিনী, গণমাধ্যম ও সংখ্যালঘুদের ওপর হামলা, মন্দির ভাঙচুরসহ নানা বিষয় তুলে ধরে উদ্বেগ জানিয়েছেন। বাংলাদেশে প্রসঙ্গে অমর্ত্য সেনের এসব বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। 

আরো পড়ুন
নারী অনুরাগীদের চুম্বনের ডাকে গোপনে সাড়া দেন মাধবন?

নারী অনুরাগীদের চুম্বনের ডাকে গোপনে সাড়া দেন মাধবন?

 

অমর্ত্য সেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্ক্ষিত নাক গলানোর মতো কথা বলেছেন মন্তব্য করে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন শফিকুর রহমান।

ওই পোস্টে জামায়াত আমির লেখেন, ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্প্রতি বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে অনাকাঙ্ক্ষিত নাক গলানোর মত কথা বলেছেন। জানি না তার বিবেক কোথায়? বাংলাদেশকে সহনশীলতার সবক দেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি যে দেশে এবং সমাজে বসবাস করেন, সেই সমাজের আয়নায় নিজেকে দেখার চেষ্টা করুন।

পোস্টে আরো লেখেন, বাংলাদেশের জনগণ টানা সাড়ে ১৫ বছর সেক্যুলারিজমের নামে চরম ভণ্ডামি প্রত্যক্ষ করেছে।

তিনি পতিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালতি করছেন। যা বিস্ময়কর, অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। 

জামায়াতে ইসলামী সম্পর্কে যা বলেছেন তার বদ্ধমূল ধারণা থেকে বলতে চেয়েছেন। বাস্তবতা পুরোটাই উল্টো।

 

আরো পড়ুন
স্বদিচ্ছা থাকলে জুনের মধ্যেই নির্বাচন সম্ভব : আমির খসরু

স্বদিচ্ছা থাকলে জুনের মধ্যেই নির্বাচন সম্ভব : আমির খসরু

 

আমির পোস্টে লেখেন, সংখ্যালঘু বলে তিনি যাদেরকে চিহ্নিত করেছেন, সেই সমস্ত ভাই-বোনদের ওপর নির্যাতনকারী দানবের নাম হচ্ছে আওয়ামী লীগ। সাহস থাকলে তা বলে দিন। পারবেন না। কারণ আপনারা সীমাবদ্ধ সুশীল। 

তিনি আরো লেখেন, বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে সময়-অসময়ে নাক গলানো দেশপ্রেমিক জনগণ একেবারেই পছন্দ করেন না।

মন্তব্য

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে হাসপাতালে ভর্তি কার হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, রবিবার (২ মার্চ) সকালে তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন মির্জা ফখরুল।

তবে বর্তমানে অনেকটাই সুস্থ তিনি।

শায়রুল কবির বলেন, আজকে (সোমবার) সকালে স্যারকে দেখে এসেছি। আগের চেয়ে ভালো বোধ করছেন। মেডিকেল বোর্ডের সদস্যদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

হাসপাতালে গিয়ে কেউ যেন অযথা ভিড় না জমায় এজন্য মহাসচিবের পরিবার এবং চিকিৎসকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ