ফরিদপুরের বোয়ালমারীতে গভীর রাতে অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চার মাদককারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। রবিবার (২ মার্চ) ভোররাতে সাহরি খাওয়ার আগে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযানে পৌর সদরের দক্ষিণ কামারগ্রাম এলাকা থেকে মাদক বেচাকেনার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বোয়ালমারী পৌরসদরের দক্ষিণ কামারগ্রামের চিহ্নিত মাদককারবারি মাহফুজুর রহমান (৪০), একই এলাকার গাঁজার কারবারি রিপন শেখ (৩৯), ইয়াবা কারবারি তুষার মাতবর (২৫) ও কবির শেখ (৪৫)। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আরো পড়ুন
সরকারি প্রতিষ্ঠানগুলো এখনো পুরোপুরি কার্যকর হয়নি : রিজভী
জানা যায়, দীর্ঘদিন ধরে ফরিদপুরের বোয়ালমারী সেনা ক্যাম্পে স্থানীয় এলাকায় মাদকের বিস্তার বৃদ্ধির অভিযোগ আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (২ মার্চ) দিবাগত গভীর রাতে সাহরি খাওয়ার সময় তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনী পৌর সদরের দক্ষিণ কামারগ্রামের মাহফুজুর রহমানের বাড়ির চারপাশ ঘেরাও করে তল্লাশি অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বোয়ালমারী থানার এসআই দেওয়ান শামীম খান বাদী হয়ে আজ সোমবার (৩ মার্চ) দুপুরে থানায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
আরো পড়ুন
অবৈধভাবে ইসরায়েলে প্রবেশের চেষ্টা, গুলিবিদ্ধ হয়ে ভারতীয়র মৃত্যু
বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান জানান, বোয়ালমারী থানা পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় মাদকদ্রব্যসহ ৪ মাদক কারবারিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে। আজ বিকেলে তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। এলাকা মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।