জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
শেয়ার
জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে মৌখিকভাবে হস্তান্তর করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রক্রিয়া শেষ হলে সংশ্লিষ্টরা ক্যাম্পাস পরিদর্শন করবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

বুধবার (১৫ জানুয়ারি) মন্ত্রণালয়ে ইউজিসি ও সেনা প্রতিনিধিদের সঙ্গে সভার শেষে এসব তথ্য জানান তিনি। 

উপাচার্য বলেন, আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ চলমান।

সেনাবাহিনী বিষয়টি তিন কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করবে। এরপর সেনাবাহিনীর প্রতিনিধিরা ক্যাম্পাস পরিদর্শন করে কাজের অগ্রগতি পর্যালোচনা করে একটি রোডম্যাপ তৈরি করবে। কোন কাজ কোন অবস্থায় এসব তথ্য বিবেচনায় নিয়ে রিভাইজড ডিপি প্রস্তুত করবেন। 

তিনি আরো বলেন, আমাদের বাণী ভবন ও শহীদ হাবিবুর রহমান হলের স্টিল স্ট্রাকচার ভবন নির্মাণের কাজের বিষয়েও আমরা তাদের অনুরোধ করেছিলাম।

তারা এ কাজটি করার প্রাথমিক সম্মতিও দিয়েছেন। তারা হল দুটি পরিদর্শন করবেন। এটাও আমাদের জন্য অনেক বড় একটি সাফল্য।

এ সময় শিক্ষার্থীদের শাটডাউন প্রত্যাহারের আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, এ বিষয়ে আমরা শিক্ষার্থীদের পুরো কৃতিত্ব দিতে চাই।

পাশাপাশি সরকার যেভাবে আমাদের সমস্যা সমাধানে নজর দিয়েছে, সহযোগিতা করেছে সে ব্যাপারেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা শিক্ষার্থীদের শাটডাউন তুলে নেওয়ার আহ্বান জানাচ্ছি। এটা তুলে নিলে সবাই উপকৃত হবে।

এক প্রশ্নের জবাবে জবি উপাচার্য বলেন, দ্বিতীয় ক্যাম্পাসের দুই ধাপের কাজের মধ্যে প্রথম ধাপের যেসব কাজ চলমান এবং যেসব কাজের টেন্ডার প্রক্রিয়া শুরু হয়নি সব কাজের বিষয়ে একটি রিভাইজ ডিপিপি (আরডিপিপি) করে কাজ শুরু করবে সেনাবাহিনী। আর দ্বিতীয় ধাপের কাজের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পেলে সেটাও তারা সম্পন্ন করবে।


 

মন্তব্য

সম্পর্কিত খবর

জবি গ্রিন ভয়েসের নেতৃত্বে লিমন-ইমরান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
জবি গ্রিন ভয়েসের নেতৃত্বে লিমন-ইমরান
সংগৃহীত ছবি

বাংলাদেশের পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েসের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ৩৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে আইইআর বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রাশেদুজ্জামান লিমন এবং সাধারণ সম্পাদক পদে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইমরান হোসাইন নির্বাচিত হয়েছেন। 

মঙ্গলবার (৪ মার্চ) গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক মো. আলমগীর কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। 

কমিটিতে সহসভাপতি পদে সুমাইয়া হক বৃষ্টি, সচনা বড়ুয়া দীপা, খুশনুর আলম, আবুল্লাহ্ আল মঈন ও হৃদস সূত্রধর এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে নুরুল হায়দার ও জান্নাতুল ফেরদৌস স্থান পেয়েছেন।

 

কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে মিনহাজ আহমেদ সিয়াম, ব্যবস্থাপনা সম্পাদক লাবণ্য জহুরা, কোষাধ্যক্ষ মুক্তাদির শিকদার, দপ্তর সম্পাদক রাব্বী হাসান, প্রচার সম্পাদক জুনায়েত শেখ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সোনিয়া আক্তার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হুমায়রা হাবিব হুমা, তথ্য ও যোগাযোগ সম্পাদক ফাহিমা আক্তার, নারী ও শিশু বিষয়ক সম্পাদক নাসরুম ঐশি এবং পাঠচক্র বিষয়ক সম্পাদক রোকসানা আক্তার রয়েছেন। 

এছাড়া বইমেলা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন সরকার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাহিনূর আলম সিহাব, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মো. আব্দুল গাফফার, বৃক্ষরোপণ বিষয়ক সম্পাদক মো. ইসমাইল হোসাইন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আশিকুর রহমান আকাশ। 

নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান লিমন বলেন, ‘অতীতের তুলনায় বর্তমান গ্রিন ভয়েস কমিটিতে বৈচিত্র্য এসেছে। বিভিন্ন ডিপার্টমেন্টের সক্রিয় ও চৌকস শিক্ষার্থীদের সমন্বয়ে সুসজ্জিত হয়েছে গ্রিন ভয়েসের নতুন কমিটি।

আশা রাখি, আমরা সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারব।’

মন্তব্য
জবি শিক্ষার্থীদের ওপর হামলা

অভিযুক্ত বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
শেয়ার
অভিযুক্ত বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ
সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শহীদুল হক সহিদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণ। 

অভিযুক্ত শহীদুল বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের ৩৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদে আছেন। 

মঙ্গলবার (৪ মার্চ) বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক (দপ্তরের দায়িত্বে) সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নোটিশ দেওয়া হয়। 

নোটিশে বলা হয়, গত ৩ মার্চ রাতে ধোলাইখালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় আপনাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে পত্রপ্রাপ্তির আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য আপনাকে নির্দেশিত হয়ে অবগত করা হলো।

আরো পড়ুন
জবি শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে ছাত্র সংগঠনগুলোর প্রতিবাদ

জবি শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে ছাত্র সংগঠনগুলোর প্রতিবাদ

 

জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাতে রাস্তায় নির্মাণাধীন ঢালাইয়ের ওপর পা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা শহিদুল হক সহিদের নেতৃত্বে জবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে ৬ শিক্ষার্থীসহ ৭ জন আহত হয়। আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিক্যাল, ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন।

মন্তব্য

পবিপ্রবিতে গাছ কাটার দায়ে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

পবিপ্রবি প্রতিনিধি
পবিপ্রবি প্রতিনিধি
শেয়ার
পবিপ্রবিতে গাছ কাটার দায়ে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২
সংগৃহীত ছবি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জাতের ৪৪টি গাছ কেটে নেওয়ার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য সৈয়দ মো. বাদল ও পবিপ্রবির ল্যাব টেকনিশিয়ান আবু রায়হান নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে উপজেলা শহরের পীরতলা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

থানা পুলিশ ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত সোমবার (৩ মার্চ) সকালে পবিপ্রবি ক্যাম্পাসের খামারবাড়িসংলগ্ন নির্মাণাধীন ১০ তলা ভবনের পাশে অধিগ্রহণকৃত জমিতে থাকা বিভিন্ন প্রজাতির ৪৪টি গাছ কেটে নিচ্ছিলেন ওই এলাকার ইউপি সদস্য সৈয়দ বাদল ও লাল মিয়ার ছেলে আবু রায়হান। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী নিরাপত্তা কর্মকর্তা আ. মুকিত মিয়া ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় কেটে রাখা গাছগুলো জব্দ করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দুমকি থানায় একটি মামলা করেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের আজ দুপুর সাড়ে ১২টায় কোর্টে সোপর্দ করা হয়েছে।

পবিপ্রবির প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী হয়ে কয়েকজনের যোগসাজশে বিশ্ববিদ্যালয় চত্বরের অধিগ্রহণকৃত জমির গাছ কেটে, পরিবেশ আইন লঙ্ঘনসহ ফৌজদারি অপরাধ সংঘটন করে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী শৃঙ্খলা বিধান ভঙ্গ করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

মন্তব্য

জবি শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে ছাত্র সংগঠনগুলোর প্রতিবাদ

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
শেয়ার
জবি শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে ছাত্র সংগঠনগুলোর প্রতিবাদ
ছবি: কালের কণ্ঠ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর বিএনপি নেতা শহিদুল ইসলামের নেতৃত্বে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও বিচারের দাবি জানিয়েছে ইসলামি ছাত্র আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (৪ মার্চ) ছাত্র সংগঠন দুটি পৃথক বিবৃতিতে নিন্দা প্রকাশ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

আরো পড়ুন
ডিম সিদ্ধ দিলে খোসা ফেটে যায়, সমাধান কী

ডিম সিদ্ধ দিলে খোসা ফেটে যায়, সমাধান কী

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-মুখপাত্র সিয়াম হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘শিক্ষার্থীদের ওপর এমন বর্বরোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শুধু নিরীহ ছাত্রদের ওপর আঘাত নয়, বরং শিক্ষাঙ্গনের নিরাপত্তা ধ্বংস করার গভীর ষড়যন্ত্র।

তারা তিন দফা দাবি উত্থাপন করেছেন। সেগুলো হলো, বিএনপি যুবদল নেতা শহিদুল ইসলামকে অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনতে হবে। হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে।

অন্যদিকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল ওয়াহিদ ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান আকাশ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ।

কিন্তু রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বারবার ব্যর্থতার কারণে তারা আজ নিরাপত্তাহীন। স্থানীয় সন্ত্রাসী শহিদুল ইসলামের নেতৃত্বে শিক্ষার্থীদের ওপর যে নৃশংস হামলা হয়েছে, তা কখনোই গ্রহণযোগ্য নয়।’

সংগঠনটি সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, ‘অপরাধীদের চিহ্নিত করেও পুলিশ তাদের গ্রেপ্তার করেনি। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যথায় শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ