ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫
৪ চৈত্র ১৪৩১, ১৮ রমজান ১৪৪৬

ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫
৪ চৈত্র ১৪৩১, ১৮ রমজান ১৪৪৬

সহকারী জজ পরীক্ষায় সারা দেশে দ্বিতীয় রাউজানের তানিয়া

  • বিজেএসের ১৭তম ফলাফলে ১০২ জনের মধ্যে দ্বিতীয়
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
সহকারী জজ পরীক্ষায় সারা দেশে দ্বিতীয় রাউজানের তানিয়া
তানিয়া সুলতানা। ছবি : কালের কণ্ঠ

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) সহকারী জজ পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২৫তম ব্যাচের শিক্ষার্থী তানিয়া সুলতানা। বিজেএসের ১৭তম ফলাফলে ১০২ জনের মধ্যে দ্বিতীয় হয়েছেন তিনি।

সম্প্রতি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এবার সহকারী জজ পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন।

যার মধ্যে তানিয়া সুলতানা হলেন প্রথম।

তানিয়া সুলতানা চট্টগ্রাম জেলার রাউজান উপজেলা ডাবুয়া ইউনিয়নের দক্ষিণ হিংগলা গ্রামের মাওলানা আবু তৈয়ব আনসারীর দ্বিতীয় কন্যা। রাউজান আরআরএসি মডেল উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে মাধ্যমিক ও রাউজান সরকারি কলেজ থেকে ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি। পরে ২০১৬-২০১৭ সেশনে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে।

আরো পড়ুন
মাতৃত্বকালীন ভাতা দেওয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগ

মাতৃত্বকালীন ভাতা দেওয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগ

 

তানিয়া সুলতানা বলেন, ‘এ সাফল্যের জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমার মা, বাবা ও পরিবারের প্রতি শুকরিয়া আদায় করছি, যাদের সাপোর্ট না থাকলে এত দূর আশা সম্ভব হতো না। এই সাফল্য অর্জনে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমার মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার পর আমি বিজেএস পরীক্ষার প্রিপারেশন নিতে শুরু করি।

তিনি আরো বলেন, ‘শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা জজ হওয়ার স্বপ্ন ছিল আমার। সে লক্ষ্যেই অনার্স প্রথম বর্ষ থেকেই পড়ালেখায় মনোযোগী হই এবং অনার্সে তৃতীয় স্থান অর্জন করি। মাস্টার্সে ষষ্ঠ স্থান অর্জন করি। মাস্টার্স শেষ হওয়ার পর বিজেএস পরীক্ষার প্রস্তুতি শুরু করি। বাবা-মায়ের ইচ্ছা ছিল আমি জজ হই।

সে ইচ্ছা পূরণে আমি চেষ্টা শুরু করি এবং আল্লাহর রহমতে সফল হই বিজেএস পরীক্ষা আইন ও জেনারেল অংশে বিভক্ত। আইন অংশের জন্য অনার্স লাইফ থেকেই ভালো করে পড়তাম। সে জন্য খুব একটা কঠিন হয়নি প্রস্তুতি নেওয়া। কিন্তু জেনারেল অংশের ক্ষেত্রে বুঝে উঠতে পারতাম না কী কী পড়ব। আমার শিক্ষক, বন্ধু-বান্ধব যারা আগেই সুপারিশপ্রাপ্ত হয়েছে তাদের থেকে পরামর্শ নিতাম। আমি সবার নিকট দোয়াপ্রার্থী ভবিষ্যতে একজন সৎ বিচারক হয়ে নিজের দায়িত্ব পালন করতে পারি।’

আরো পড়ুন
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রম চলমান থাকবে : রিজওয়ানা

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রম চলমান থাকবে : রিজওয়ানা

 

অভিভাবক মাওলানা আবু তৈয়ব আনসারী বলেন, ‘যখন জানতে পারলাম আমার সন্তান বিচারক হয়েছে, তখন চোখে আনন্দের অশ্রু চলে এসেছিল। আমার সন্তানের এত দিনের পরিশ্রম ও ত্যাগ আজ সফল হয়েছে। বিচারক হিসেবে সে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করবে, এটাই আমাদের সবচেয়ে বড় গর্বের বিষয়। আমি তার জন্য আপনাদের নিকট দোয়াপ্রার্থী।’

মন্তব্য

সম্পর্কিত খবর

তালিকায় নাম নেই হামলাকারীদের, ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
তালিকায় নাম নেই হামলাকারীদের, ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
সংগৃহীত ছবি

জুলাই-আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘটিত সহিংস ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তবে গত বছরের ১৫ জুলাই ঢাবিতে হামলায় সরাসরি অংশ নিলেও ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, বাকি হলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের নামসহ হামলায় অংশ নেওয়া অনেক ছাত্রলীগ নেতাকর্মীর নাম তালিকায় না আসায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বহিষ্কৃত শিক্ষার্থীদের তালিকা ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীদের একটি অংশ। 

এতে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এতো সময় নিয়ে তদন্ত করে মাত্র ১২৮ জনকে বহিষ্কার করেছে।

কিন্তু হামলাকারীর সংখ্যা প্রায় ৫০০ এর মতো। ঢাকা মেডিক্যালের বহিঃবিভাগে ঢুকেও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে। এতো প্রমাণ, ছবি, ভিডিও ফুটেজ থাকার পরও কেন তাদের বহিষ্কার করা হয়নি সেটির জবাবদিহিতা চাইতে আমরা এখানে এসেছি। 

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক হামজা মাহবুব নিজের ফেসবুক পোস্টে বলেন, এই তালিকায় জহুরুল হক হলের ডাইনিংয়ের ভেতরে আশ্রয় নেওয়া নারী শিক্ষার্থীদের খুঁজে বের করে করে পেটানো জহুরুল হক হল ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দিন রানা নাই।

এই তালিকায় জহুরুল হল ছাত্রলীগের সহসভাপতি, ক্যাম্পাসের রিনোউনড মাদকব্যবসায়ী ও অস্ত্র ব্যবসায়ী সাকিবুর রহমান সায়েম নাই। এই তালিকায় 'চালাইদেন' পরিভাষার জনক হাফিজুর রহমান নাই। জগন্নাথ হলের ভবতোষ নামে মাত্র একজন আছে তালিকায়, আর কারও নাম নাই। 

তিনি আরো বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দুইটা মামলায় প্রায় ৬০০ জনের বিরুদ্ধে প্রমাণাদিসহ মামলা করেছিলাম।

আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি নাকি মাত্র ১২৮ জনকে খুঁজে পেয়েছে। 

এদিকে মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায় সত্যানুসন্ধান কমিটি কর্তৃক চিহ্নিত ১২৮ জনের তালিকাটি পূর্ণাঙ্গ নয়। এ নিয়ে বিভ্রান্ত না হতে আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাবি ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনায় সত্যানুসন্ধান কমিটি কর্তৃক চিহ্নিত ১২৮ জনের বিষয়টি আমলে নিয়ে পুনরায় বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ ও ইনস্টিটিউটে সহিংস ঘটনায় জড়িতদের তথ্য চেয়ে চিঠি দেবে 'অধিকতর তদন্ত কমিটি'। পরে এই কমিটি প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে খুব শিগগিরই তদন্ত কমিটি পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করবে।

পূর্ণাঙ্গ রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

১২৮ জনের তালিকা পূর্ণাঙ্গ নয়, আরো তদন্ত হবে : ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
১২৮ জনের তালিকা পূর্ণাঙ্গ নয়, আরো তদন্ত হবে : ঢাবি
সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সহিংসতার ঘটনায় সত্যানুসন্ধান কমিটি দায়ী হিসেবে যে ১২৮ জনের তালিকা করেছে সেটি পূর্ণাঙ্গ নয় বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিকতর তদন্তের জন্য সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলামকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ১২৮ জনের তালিকা আমলে নিয়ে পুনরায় বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ ও ইনস্টিটিউটে সহিংস ঘটনায় জড়িতদের তথ্য চেয়ে চিঠি দেবে।

আরো পড়ুন
ঢাবির বহিষ্কৃত ছাত্রদের তালিকায় সাদ্দাম-ইনানসহ আরো যাদের নাম

ঢাবির বহিষ্কৃত ছাত্রদের তালিকায় সাদ্দাম-ইনানসহ আরো যাদের নাম

 

প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে শিগগিরই পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে।

সেই প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিভ্রান্ত না হতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংসতার ঘটনায় দায়ী হিসেবে ১২৮ জনের তালিকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মাজহারুল কবির শয়নের নাম রয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় সিদ্ধান্ত হয়, ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংসতায় জড়িত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হবে।

এদিকে তালিকায় ‘চিহ্নিত সন্ত্রাসীদের নাম বাদ পড়েছে’ এমন অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

মঙ্গলবার দুপুরে মিছিল নিয়ে তারা প্রশাসনিক ভবনের সামনে আসেন। তারা তালিকা পরিমার্জন করে হামলাকারীদের যুক্ত করার দাবি জানান।

মন্তব্য

গ্রামীণ ট্রাস্টের অধীনে নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিল সরকার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
গ্রামীণ ট্রাস্টের অধীনে নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিল সরকার

গ্রামীণ ইউনিভার্সিটি, ঢাকা নামে নতুন আরো একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ ট্রাস্টের অধীনে বিশ্ববিদ্যালয়টি হবে। 

সোমবার (১৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় ২২টি শর্তে গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়ে আদেশ জারি করে।বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন গ্রামীণ ট্রাস্টের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. আশরাফুল হাসানকে চিঠি দিয়ে অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।

এ নিয়ে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ১১৬টি।
 

মন্তব্য

২৫০০ শিক্ষার্থীকে কোরআন উপহার দিচ্ছে জবি ছাত্রশিবির

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
শেয়ার
২৫০০ শিক্ষার্থীকে কোরআন উপহার দিচ্ছে জবি ছাত্রশিবির
ছবি : কালের কণ্ঠ

পবিত্র রমজান মাস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ কর্মসূচি শুরু করেছে শাখা ছাত্রশিবির। সংগঠনটি ২৫০০ শিক্ষার্থীকে পবিত্র কোরআন উপহার দেবে বলে জানা গেছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি শুরু হয়। 

জানা যায়, ছাত্রসংগঠনটি কোরআন উপহার পেতে ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় পেজে দেওয়া লিংক থেকে রেজিস্ট্রেশন করতে হবে।

রেজিস্ট্রেশন চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত। শুধু ইসলাম ধর্মের নয়, সব ধর্ম-বর্ণের শিক্ষার্থী এ উপহার পাবেন বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।

শিবিরের এ উদ্যোগ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো. হাফিজুর রহমান বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির অসাধারণ একটি উদ্যোগ নিয়েছে। মুসলিম হিসেবে আমাদের সকলের উচিত অর্থসহ কোরআন পড়া।

শিবির আমাদের এ কাজটি করতে উৎসাহ দিচ্ছে। আমরা আশা করব, আগামী দিনগুলোতেও ছাত্রশিবিরের এমন কার্যক্রম চলমান থাকবে।’ 

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব সময় সাধারণ শিক্ষার্থীদের নিয়েই কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরা যাতে করে নৈতিকতাসম্পন্ন মেধাবী মানুষ হিসেবে গড়ে উঠতে পারেন, এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৫০০ শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণের ‍উদ্যোগ নিয়েছি। আজ প্রথম দিনে আমরা ৫০০ শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনা মূল্যে কোরআন বিতরণ করছি।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ