নাটোরের গুরুদাসপুরে সাত বছরের শিশু বলাৎকারের ঘটনার পরদিন থানায় অভিযোগ দেওয়া হয়। এক সপ্তাহ পার হলেও থানায় মামলা রুজু হয়নি। উপরন্তু ঘটনাস্থলে তদন্তেও যায়নি পুলিশ। এ ঘটনায় স্থানীয় ইউপি মেম্বার আব্দুস সামাদ ও প্রাইমারি স্কুলের শিক্ষক সাইদ হোসেন সুষ্ঠু বিচার করে দেওয়ার কথা বলে শুধু সময়ক্ষেপণ করেছেন।
শিশুকে পালাক্রমে বলাৎকার, মামলা নেয়নি পুলিশ!
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী বামনবাড়িয়া গ্রামের দিনমজুর সোহাগ আলীর ছেলে সোহান (৭) তার নানা সাইদুল ইসলামের বাড়িতে থেকে খুবজীপুর সরকারি প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ে। ঘটনার দিন প্রতিবেশী কামরুল ইসলামের ছেলে হৃদয় (১৫), আরশেদ আলীর ছেলে জামরুল (১৬) ও জালালের ছেলে মারুফ (১৪) শিশুটিকে বিভিন্ন প্রলোভনে পালাক্রমে বলাৎকার করে।
মঙ্গলবার সরেজমিন গিয়ে অভিযুক্তদের বাড়িতে পাওয়া যায়নি।
শিশুটির বাবা সোহাগ জানান, আট হাজার টাকায় জোরপূর্বক হাতে হাত দিয়ে মীমাংসা করার কথা বলেন সামাদ মেম্বার। পুলিশি সহযোগিতা না পাওয়ায় এবং মীমাংসা না হওয়ায় ভুক্তভোগী শিশুর অভিভাবকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এতে রাজি না হওয়ায় প্রভাবশালী প্রতিপক্ষ অভিযোগকারীদের পরিবারকে ভয়-ভীতি দেখাচ্ছে বলে জানা গেছে।
গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, শিশু বলাৎকারের ঘটনায় থানায় মামলা রজু হচ্ছে।
সম্পর্কিত খবর

গণহত্যা চালিয়ে ইসরায়েল টিকে থাকতে পারবে না : টুকু
টাঙ্গাইল প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা গণহত্যা করে টিকে থাকতে পারেনি। তেমনি গাজায় গণহত্যা চালিয়ে ইসরাইল টিকে থাকতে পারবে না।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে জেলা ছাত্রদলের আয়োজনে শহিদ মিনারে ফিলিস্তিন মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি টুকু আরো বলেন, বাংলাদেশের মানুষ কেউ এই গণহত্যা সমর্থন করে নাই।
তিনি বলেন, যারা এই আন্দোলনের নামে ভাঙচুর লুটপাট করছেন তারা কখনো মুসলিম হতে পারেন না। যারা ভাঙচুর করছেন তারা দেশকে অস্থিতিশীল করতে চান।
জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হোড় শুভর সভাপতিত্বে ও সদস্য সচিব এমএ বাতেনের সঞ্চালনায় বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল ইসলাম রাশেদ এবং সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ।

সিরাজগঞ্জে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ায় যৌথবাহিনীর অভিযান
সিরাজগঞ্জ প্রতিনিধি

ঈদে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে সিরাজগঞ্জের মহাসড়কে চলাচলকৃত বাসগুলোতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানকালে বেশ কয়েকজনকে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান এবং কয়েকজনের কাছ থেকে ৪৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর ও কড্ডার মোড়সহ বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
এ বিষয়ে সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির বলেন, সিরাজগঞ্জের সব জায়গায় থেকে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়েছি।

চাঁপাইনবাবগঞ্জে দুটি বিওপি স্থাপন করল বিজিবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের প্রত্যন্ত ও দুর্গম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) আওতাধীন দুটি নবনির্মিত বর্ডার আউট পোস্ট (বিওপি) উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে মুশরীভূজা এলাকার খড়কপুর বিওপি উদ্বোধন করেন বিজিবি রংপুর রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান।
এর আগে বিওপিতে পৌঁছে ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান গার্ড অব অনার গ্রহণ ও জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর তিনি নবনির্মিত অপর বিওপি ‘সুরানপুর’ উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ, ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়াসহ বিভিন্ন পদমর্যাদার বিজিবি কর্মকর্তা, সৈনিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্র জানায়, ভোলাহাট উপজেলা সীমান্তে দায়িত্বরত ভোলাহাট ও জেকে পোলাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বড় এবং বিওপি দুটি সীমান্ত হতে দূরে অবস্থিত। ফলে ওই দুই বিওপির পক্ষে চোরাচালান দমনে টহল পরিচালনা করা খুবই কষ্টসাধ্য ছিল। এমতাবস্থায় দায়িত্বপূর্ণ এলাকার ভারসাম্য রক্ষার্থে বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী খড়কপুর ও সুরানপুর বিওপি নির্মাণ করা হয়।

সুন্দরবন থেকে ১১০ কেজি মাংসসহ হরিণ শিকারি আটক
খুলনা অফিস

সুন্দরবন থেকে কোস্ট গার্ডের অভিযানে ১১০ কেজি হরিণের মাংসসহ মো. আরিফুল সরদার (২৪) নামের এক হরিণ শিকারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সুন্দরবনসংলগ্ন দাকোপের নলিয়ান ঠাকুরবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফের অন্যতম সহযোগী মো. শাহজাহান, মো. অনু ও একজন অজ্ঞাত ব্যক্তি কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংসসহ দুটি বোট রেখে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, ‘জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।’