<p style="text-align: justify;">নওগাঁর ধামইরহাটে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের তিন বছরেও শুরু হয়নি নির্মাণকাজ। মসজিদের নির্মাণকাজ শুরু না হওয়ায় স্থানীয়রা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে।</p> <p style="text-align: justify;">তবে নতুন দরপত্র আহ্বানের মাধ্যমে তিন মাসের মধ্যে নির্মাণকাজ শুরুর আশ্বাস দিয়েছেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী।</p> <p style="text-align: justify;">স্থানীয়রা জানায়, ২০২০ সালের ২৩ নভেম্বর ধামইরহাট-নওগাঁ আঞ্চলিক সড়কের আমাইতাড়ায় ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড টেকনোলজির (আইএইচটি) দক্ষিণ পাশে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার। গণপূর্ত বিভাগ নওগাঁর বাস্তবায়নে তিনতলা মসজিদটির নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ১১ কোটি ৩৮ লাখ ৬৮ হাজার টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান সাজিন কনস্ট্রাকশন লিমিটেডের নির্মাণকাজ করার কথা ছিল। কিন্তু গত তিন বছরেও নির্মাণকাজ শুরু করতে পারেনি প্রতিষ্ঠানটি।</p> <p style="text-align: justify;">ধামইরহাটের মো. শবনম কাওছার বলেন, মডেল মসজিদে নামাজ পড়াসহ বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান আয়োজনে অনেক সুবিধা রয়েছে। তবে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের তিন বছর পার হলেও নির্মাণকাজ শুরু না হওয়া দুঃখজনক।’</p> <p style="text-align: justify;">গণপূর্ত বিভাগ নওগাঁর নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, ‘আমি এ জেলায় নতুন। তবে আগের দরপত্র বাতিল করা হয়েছে। নতুন করে দরপত্র দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করি তিন মাসের মধ্যে মসজিদটির নির্মাণকাজ শুরু হবে।’</p>