<p>নাটোরের বাগাতিপাড়ায় নিখোঁজের দুই দিন পর মোতালেব হোসেন (৬৮) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছেন পরিবারের সদস্যরা। আজ শুক্রবার (৩০ আগস্ট) সকালে বড়াল নদীর সালাইনগর নৌকা ঘাটের কাছে ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বৃদ্ধের বাড়ি উপজেলার পাকা ইউনিয়নের সালাইনগর গ্রামে।</p> <p>স্থানীয় ও স্বজনরা জানান, গত বুধবার বিকেলে বাজার করার উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে নদী পার হয়ে পার্শ্ববর্তী ইউনিয়ন জামনগরের বাঁশবাড়িয়া হাটে যান। তার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনদের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আজ শুক্রবার সকালে বাঁশবাড়িয়া যাওয়ার রাস্তার পাশে থাকা ঝোপঝাড়ে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বড়াল নদীর ধারে সালাইনগর নৌকা ঘাট থেকে পূর্ব পাশে ঝোপের মধ্যে মৃত অবস্থায় ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখা যায়। পাশে ব্যাগভর্তি বাজারও ছিল। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।</p> <p>বৃদ্ধের নাতি নাইম হোসেন জানান, তার দাদার সঙ্গে কারো শত্রুতা নেই। তাদের ধারণা, বাজার থেকে আসার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঝোপের ভেতর যান তিনি। আর সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।</p> <p>বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’</p>