<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর দু-একটি বিধান ছাড়া সব বিধান কর্তৃত্বপরায়ণ সরকার ব্যবস্থাকে স্থায়ী করেছে। পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে প্রশ্নে রুলের শুনানিতে গতকাল বৃহস্পতিবার এ বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এ শুনানি চলছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিশির মনির। এদিন বিএনপির পক্ষে আদালতে শুনানি করেন আইনবীজী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আগের তিন বুধবার রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান রুলের ওপর শুনানি করেন। ১৯৯৬ সালে সংবিধানে যুক্ত হওয়া নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিধান ২০১১ সালের ৩০ জুন বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনে আওয়ামী লীগ সরকার। তার আগে তত্ত্বাবধায়ক সরকার অবৈধ বলে রায় এসেছিল আদালত থেকে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংবিধানের এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করা হয়েছে অভিযোগ করে শিশির মনির বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের গণতান্ত্রিক বৈশিষ্ট্যের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা আছে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে ইলেকশন মেকানিজমকে ধ্বংস করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি ইচ্ছা করেই বাধাগ্রস্ত করা হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জামায়াতের এই আইনজীবী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের মানুষ গণতন্ত্রপ্রিয়; তারা মাল্টি পার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করে। বাংলাদেশের মানুষ ভোটকে উৎসব হিসেবে নিতে বিশ্বাস করে। সে উৎসবকে আমরা ধ্বংস করে একটি কর্তৃত্বপরায়ণ সরকার ব্যবস্থা কায়েম করেছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>