<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি চর্চার প্রকৃতি ও ধরন নিয়ে প্রধান অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ প্রদানের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের নির্দেশনা অনুযায়ী খ্যাতিমান ব্যক্তিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুল মতিন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সাবেক চেয়ারম্যান ড. জেড এন তাহমিদা বেগম, বাংলা একাডেমির চেয়ারম্যান ড. আবুল কাসেম ফজলুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা।</span></span></span></span></p>