নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকায় আদমজী-চাষাঢ়া সড়কের একপাশ বন্ধ করে মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের এই কর্মীসভা চলে। তার আগে, সোমবার রাত থেকেই রাস্তার একপাশ সম্পূর্ণ বন্ধ করে সম্মেলনের মঞ্চ তৈরির কাজ শুরু হয়। ওইদিন রাত থেকেই সড়কে যান চলাচল বন্ধ ছিল।
এদিকে কর্মী সম্মেলনে প্রায় ১৬ ঘণ্টা এক পাশের সড়ক বন্ধ থাকায় হাসপাতালে থাকা রোগী ও সড়কে চলাচলকারী মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়।
দলীয় সূত্রে জানা যায়, শহরের আদমজী-চাষাঢ়া সড়কের ডনচেম্বার এলাকায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানা সুমা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ চৌধুরী ফয়সাল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আরো পড়ুন
রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল থাকবে : খাদ্য উপদেষ্টা
সরেজমিনে গিয়ে জানা যায়, সমাবেশকে ঘিরে বিপুল সংখ্যক নেতাকর্মীদের আগমন ঘটে এই এলাকায়। এর ফলে সড়কে সৃষ্টি হয় যানজটের। পাশাপাশি রোগীদের সুবিধা-অসুবিধা উপেক্ষা করেই চলে উচ্চশব্দে সমাবেশের মাইক। বেসরকারি হাসপাতালের সামনে শব্দ দূষণ হলেও ভয়ে এর প্রতিবাদ করার সাহস করেনি কেউ।
মধ্যরাত থেকেই মঞ্চ প্রস্তুত করে সড়ক আটকে রাখলেও সভার কার্যক্রম শুরু হয় দুপুর ২টা থেকে। বিপুল নেতাকর্মীর অবস্থান এবং সড়ক আটকে রাখার কারণে যানবাহনের চাপ বাড়ে চাষাঢ়া থেকে খানপুরমুখী সড়কে। তৈরী হয় যানজট। ভোগান্তির শিকার হন বিভিন্ন হাসপাতালগামী রোগীসহ হাজারো যাত্রী।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশ কয়েকজন বিরক্তি নিয়ে জানান, হাসপাতালের সামনে একপাশের রাস্তা পুরোপুরি বন্ধ।
সমাবেশ উপলক্ষে পুরে এলাকায় মাইক লাগানো হয়। দুপুর থেকে শুরু হয়ে টানা কয়েক ঘণ্টা উচ্চ শব্দে বাজতে থাকে এসকল মাইক। মাইকের শব্দে হাসপাতালে ভর্তি রোগীদেরও চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর বিএনপির একাধিক নেতাকর্মী বলেন, জনগণ বিরক্ত হয় এমন কর্মকাণ্ড নিজেদের জড়িয়ে ফেলার ব্যাপারে দল নিরুৎসাহিত করছেন। ঠিক এমন সময়েই নারায়ণগঞ্জে একটি হাসপাতালের সামনে মূল সড়ক বন্ধ করে দিয়ে কর্মী সম্মেলন করল নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। কর্মী সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসানও উপস্থিত ছিলেন। এতে করে জনগণের কাছে নেতিবাচক বার্তা যাবে দলের পক্ষ থেকে।
আরো পড়ুন
জেনিনে ইসরায়েলি বাহিনীর বড় অভিযান, ৮ ফিলিস্তিনি নিহত
এই বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু বলেন, সিটি করপোরেশন থেকে অনুমতি নিয়ে আমরা এখানে কর্মসূচির আয়োজন করেছি। এ বিষয়ে বিস্তারিত সাখাওয়াত ইসলাম রানা ভালো বলতে পারবেন। তার কাছে অনুমতিপত্রের কাগজ আছে।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা বলেন, এখানে আগেও অনেক সভা-সমাবেশ হয়েছে। রাস্তায় সভা-সমাবেশ নতুন কিছু নয়। তাছাড়া এখানে সভার বিষয়ে সিটি করপোরেশনের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে।
বিষয়টি অবগত নয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকির হোসেন। তিনি বলেন, রাস্তার উপর সভা সমাবেশের কোনো অনুমতি আমরা দেই না। শহীদ মিনার বা মানুষের চলাফেরায় অসুবিধা হয় না এমন স্থানে সভা-সমাবেশের অনুমতি আমরা দিয়ে থাকি। স্বেচ্ছাসেবক দলের প্রোগ্রামের বিষয়ে আমাদের তেমন কিছু জানা নেই।