<p>কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৭ বছর পর চাকরি ফিরে পেয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের ২ শিক্ষক। বিগত ২০১৭ সালের ২১ ফ্রেব্রুয়ারি জাতীয় শোক দিবসের আলোচনা থেকে এই দুই শিক্ষকসহ ৩২ জনকে আটক করে একটি নাশকতার মামলার অভিযোগে তাদের জেলহাজতে প্রেরণ করে ভূরুঙ্গামারী থানার পুলিশ।</p> <p>এ ঘটনার পরদিন ২০১৭ সালের ২২ ফ্রেব্রুয়ারি ঝুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাইফুর রহমান ও শালঝোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বারীকে সাময়িক বরখাস্ত করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/21/1729493635-d910c0bfa749cd12cea822ced3c1f8b7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/21/1437494" target="_blank"> </a></div> </div> <p>অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় দীর্ঘ ৭ বছর ৬ মাস পর কুড়িগ্রাম স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-২ ওই দুই শিক্ষকসহ ৩২ জনকে গত ১৭ সেপ্টেম্বর-২০২৪ তারিখে খালাসের আদেশ দেন। পরে সব প্রক্রিয়া শেষে আজ সোমবার (২১ অক্টোবর) এই দুই শিক্ষক নিজ নিজ বিদ্যালয়ে চাকরিতে যোগদান করেছেন বলে জানিয়েছে উপজেলা প্রথমিক শিক্ষা অফিস।</p> <p>তাইফুর রহমান বলেন, ‘আওয়ামী দুঃশাসনের সময় আমাদের আটক করে নাশকতাকারী বানিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। বরখাস্ত হয়ে আমরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করেছি। বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় আমরা মিথ্যা মামলা থেকে মুক্তি পেলাম। এ জন্য সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সঙ্গে আন্দোলনকারীদের ধন্যবাদ জানাচ্ছি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সিরাজগঞ্জে লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/21/1729492972-6fd33470dea458ab90e18c964caa6eb9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সিরাজগঞ্জে লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/21/1437493" target="_blank"> </a></div> </div> <p>উপজেলা শিক্ষা অফিসার আখতারুল ইসলাম বলেন, ‘মামলায় খালাস পাওয়ার পর ওই দুই শিক্ষক আজ সোমবার চাকরিতে যোগদান করেছেন।’</p>