<p>রাজধানী ও আশপাশের অঞ্চলের প্রায় সব তৈরি পোশাক কারখানা আজ সোমবার (২১ অক্টোবর) খোলা আছে। তবে সাভার, নারায়ণগঞ্জ ও গাজীপুরের তিনটি কারখানায় কিছুটা শ্রমিক অসন্তোষ আছে বলে জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।</p> <p>বিজিএমইএ আরো জানিয়েছে, আশুলিয়ার একটি কারখানা আজ সোমবার শ্রম আইনের ১৩/১ ধারা অনুযায়ী বন্ধ আছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আমার কাছে শেখ হাসিনার পদত্যাগপত্র নেই, আরো যা বললেন রাষ্ট্রপতি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/21/1729491011-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আমার কাছে শেখ হাসিনার পদত্যাগপত্র নেই, আরো যা বললেন রাষ্ট্রপতি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/21/1437485" target="_blank"> </a></div> </div> <p>বিজিএমইএর তথ্যানুসারে, আজ নারায়ণগঞ্জের সব কারখানা খোলা আছে। গাজীপুর অঞ্চলের ৮৭১টি কারখানার সব কটি এবং ঢাকা মেট্রোপলিটন এলাকার সব কটি কারখানা খোলা আছে। সাভার-আশুলিয়া অঞ্চলের ৯৯ দশমিক ৭৬ শতাংশ কারখানা খোলা আছে।</p> <p>গত জুলাই মাসে রাজনৈতিক অস্থিরতায় দেশের অন্যান্য খাতের মতো পোশাক খাতের উৎপাদন ব্যাহত হয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আগস্ট ও সেপ্টেম্বর মাসের বড় সময়জুড়ে মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। মাসিক হাজিরা বোনাস, টিফিন ও রাত্রিকালীন ভাতা বৃদ্ধি, নিম্নতম মজুরি বাস্তবায়নসহ শ্রমিকদের ১৮টি দফা বাস্তবায়নে মালিকপক্ষের সম্মতির পর সেপ্টেম্বরের শেষ দিকে কারখানা খুলে দেওয়া হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কোথায় লুকিয়ে আছেন ওবায়দুল কাদের? যা জানা গেল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/20/1729411542-0fe2139b6f9163c35648cb82bdd0a4d0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কোথায় লুকিয়ে আছেন ওবায়দুল কাদের? যা জানা গেল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/20/1437113" target="_blank"> </a></div> </div> <p>তবে এখনো সময় সময় বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা যাচ্ছে। আজো ঢাকার আশপাশের তিনটি কারখানায় অসন্তোষ দেখা গেছে। </p>